Adhir Chowdhury: 'মুর্শিদাবাদ আফগানিস্তান নয়..', মমতাকে পদ্মা-পাড়ে কবিতা লেখার আমন্ত্রণ অধীরের

Adhir Chowdhury-Mamata Banerjee-Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে। ওয়াকফ প্রতিবাদ মুহূর্তে রূপ নেয় সাম্প্রদায়িক সংঘর্ষের। দিকে দিকে চলে ভাঙচুর,অগ্নিসংযোগ, লুঠপাট।

Adhir Chowdhury-Mamata Banerjee-Murshidabad Violence: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে। ওয়াকফ প্রতিবাদ মুহূর্তে রূপ নেয় সাম্প্রদায়িক সংঘর্ষের। দিকে দিকে চলে ভাঙচুর,অগ্নিসংযোগ, লুঠপাট।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Chowdhurys message to Mamata Banerjee to visit riot hit areas of Murshidabad, ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে দাঙ্গা, অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়

Murshidabad Violence: মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদ সফরের আমন্ত্রণ অধীর চৌধুরীর।

Adhir Chowdhury's message to Mamata Banerjee to visit riot-hit areas of Murshidabad: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তেজনার আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ জেলায়। ওয়াকফ প্রতিবাদ অচিরেই সাম্প্রদায়িক সংঘর্ষের রূপ নেয়। মুর্শিদাবাদে এই তুমুল অশান্তির জন্য রাজ্য সরকারকেই নিশানা প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

Advertisment

'মুর্শিদাবাদ আফগানিস্তান নয়'

"হিন্দু-মুসলমানকে টানাটানির লড়াই চলছে দুই দলে। তার জেরেই সমাজ ভাগ হচ্ছে। আমরাও বিপদে পড়ছি। মুর্শিদাবাদ থেকে বহু লোক বাইরে কাজ যায়। আগামীদিনে মুর্শিদাবাদের লোক শুলনে হয়তো বাইরে কাজই মিলবে না। দেশজুড়ে আজ মুর্শিদাবাদাদ-মুর্শিদাবাদ...মুর্শিদাবাদ যেন আফগানিস্তান হয়ে গেছে। আখেরে তা নয়!" 

মুখ্যমন্ত্রীকে মুর্শিদাবাদ সফরের অনুরোধ অধীরের

Advertisment

"মুখ্যমন্ত্রী আপনি আসুন। আপনি ঘটনাস্থলে যান। আপনি তো ঘুরতে ভালোবাসেন। পদ্মার ধারে বসে কবিতা-টবিতা লিখবেন। আপনার প্রতিনিধি দল হাথরসে যায়, মণিপুরে যায়, জঙ্গিপুরে আসতে লজ্জা হচ্ছে?"

দাঙ্গা নিয়ে পুলিশকে নিশানা অধীরের

"যারা দাঙ্গা লাগিয়েছে তারা জানত না, এই দাঙ্গার ব্যাপ্তি এত হবে। ভোটের বিভাজনে কংগ্রেস জিতে যাবে এই আশঙ্কায় যারা ভোটে হারতে পারে তারা চিন্তিত ছিল। তবে কেন পুলিশ চুপ থাকল? রজনৈতিক নেতাদের ইশারায় পুলিশ চুপ ছিল? নাকি পুলিশের উপর-মহলের কারও ইশারায় চুপ ছিল? পুলিশের উপরমহলেও কি কোনও সাম্প্রদায়িক মানসিকতা কাজ করেছে? এই প্রশ্নও আসা দরকার। ঘণ্টার পর ঘণ্টা ধরে জঙ্গিপুরের উমরপুর হয়ে সামশেরগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় গন্ডগোল ছড়িয়ে পড়ল...মোথাবাড়ি হয়েছে, উমরপুর,জঙ্গিপুর হয়েছে...পুলিশ জানে না? মুর্শিদাবাদ জেলার জনবিন্যাস কি সেটা পুলিশ জানে না?"

আরও পড়ুন- West Bengal News Live: ওয়াকফ অশান্তিতে তপ্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলা, এই আবহে বিরাট সিদ্ধান্ত বাংলাদেশের

'আমাকে হারানোর জন্যও দাঙ্গা হয়েছিল'

"গত বছর রামনবমীতে আমাকে হারানোর জন্য দাঙ্গা হয়েছিল। বেলডাঙা থেকে নওদা পরপর দাঙ্গার ঘটনা হয়ে চলেছে গত এক বছর ধরে। আমাকে হারানোর সময় যে দাঙ্গার খেলা শুরু হয়েছিল শক্তিপুরে, সেই শক্তিপুর থেকে বেলডাঙা, নওদা দিয়ে জঙ্গিপুর হয়ে তা সামশেরগঞ্জে পৌঁছে গেল। মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না। নির্বাচনী অঙ্ক বড় খতরনক। সামশেরগঞ্জে কংগ্রেসের জয় যদি কারও মনে ভীতি এনে থাকে দাঙ্গা করার পিছনে তাদের প্রশ্রয় অবশ্যই থাকতে পারে। পুলিশ নিষ্ক্রিয় ছিল একথা সত্য, তবে এটাও খুঁজে বের করা দরকার, পুলিশকে কারা নিষ্ক্রিয় করে রেখেছিল।"

আরও পড়ুন- Calcutta High Court: SSC, ওয়াকফ অশান্তিতে জেরবার রাজ্য! এই আবহে ফের এক বেনজির নির্দেশ হাইকোর্টের

'পশ্চিমবঙ্গ সরকারই BSF-কে ডেকেছে'

"পশ্চিমবঙ্গ সরকারই বিএসএফকে ডেকেছে। বিএসএফ তো যেচে নিমন্ত্রণ নিতে আসেনি। যখন তোমরা বিপদে পড়েছ, তখন এবার বিএসএফ-এর ঘাড়ে দোষ চাপাচ্ছ। এটা তো ঠিক নয়। আমি বিএসএফের পক্ষে-বিপক্ষে নই। বিএসএফ কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মানেই BJP-র বাহিনী নয়। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে নিজেদের অক্ষমতাকে ঢাকার চেষ্টা করবেন না।"

আরও পড়ুন- Purba Bardhaman News: এই মহতী প্রয়াসের সব প্রশংসাই যেন কম পড়ে! শিক্ষকের এমন উদ্যোগ সত্যিই বিরল

Bengali News Today CM Mamata banerjee Adhir Chowdhury Murshidabad Violence