Calcutta High Court: SSC, ওয়াকফ অশান্তিতে জেরবার রাজ্য! এই আবহে ফের এক বেনজির নির্দেশ হাইকোর্টের

Rajarhat News: বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় প্রশাসনের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টও বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেছে। তড়িঘড়ি উচ্চ আদালত কঠিন নির্দেশ দিয়েছে।

Rajarhat News: বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় প্রশাসনের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টও বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেছে। তড়িঘড়ি উচ্চ আদালত কঠিন নির্দেশ দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই: হাইকোর্ট

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court orders halt to construction of multi-storey buildings by filling wetlands in Rajarhat: শহরাঞ্চলের পাশাপাশি মফস্বলগুলিতেও জলাভূমি বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ ওঠে প্রায়শই। এমনই একটি অভিযোগ উঠেছিল কলকাতার কাছেই রাজারহাট এলাকায়। সেই ঘটনায় এবার অবিলম্বে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, ওই ঘটনায় সংশ্লিষ্ট BLRO-কে এলাকায় গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisment

কলকাতার কাছেই রাজারহাটের ফয়রা ভবনের কাছে একটি জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল একটি সংস্থার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ কঠিন নির্দেশ দিয়েছে। অবিলম্বে ওই বহুতল নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এরই পাশাপাশি ওই এলাকার BLRO-কে ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে একটি রিপোর্ট জমার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

উল্লেখ্য, সম্প্রতি শহর কলকাতার পাশাপাশি মফস্বলেও বেশ কিছু বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছিল। সব ক্ষেত্রেই নির্মাণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে কাজের অভিযোগ উঠেছে। কলকাতার ক্ষেত্রে এর আগেই এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। এই পাশাপাশি রাজ্যের সমস্ত পুর এলাকাগুলিতে বহুতল নির্মাণে তদারকি বা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন- South 24 Parganas News: শেষমেষ চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন 'মাস্টারমশাই'! দিশেহারা পরিবার

Advertisment

এবার ফের কলকাতার কাছেই রাজারহাটের ওই এলাকায় জলাভূমি বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ রীতিমতো চর্চায় উঠে এসেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এমন গুরুত্বপূর্ণ এলাকায় ওই বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই বিষয়টির জল এবার কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। আদালত ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি কড়া পদক্ষেপ করেছে। অবিলম্বে ওই বহতুল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- Purba Bardhaman News: এই মহতী প্রয়াসের সব প্রশংসাই যেন কম পড়ে! শিক্ষকের এমন উদ্যোগ সত্যিই বিরল

Bengali News Today news of west bengal Calcutta High Court