Advertisment

Sandeshkhali: প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালিতে! অশান্তি থামাতে ১৪৪ ধারা, দ্বীপাঞ্চলে ছয়লাপ পুলিশ

Sandeshkhali Chaos: শেখ শাহজাহান ও তার অনুগামীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত সন্দেশখালিতে বিক্ষোভ-প্রতিবাদ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছিল গ্রামবাসীরা। গতকালই সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল নবান্ন। তারপর শুক্রবার রাতে সন্দেশখালির একটি বড় অংশ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গোটা দ্বীপাঞ্চল পুলিশে-পুলিশে ছয়লাপ। তবে সন্দেশখালিতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনার পর এক মাসের বেশি সময় কেটে গেলেও এখনও বেপাত্তা এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান।

author-image
IE Bangla Web Desk
New Update
Administration issued Section 144 to stop unrest in Sandeshkhali

Sandeshkhali: বাঁদিকে, ১৪৪ ধারা জারির পর আজ এলাকার ছবি। ডানদিকে, গতকালের তুমুল বিক্ষোভের সেই ছবি।

Sandeshkhali: গত বুধবার থেকে প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালিতে। উত্তর ২৪ পরগনার এপ্রান্তে আইন হাতে নিয়েই প্রতিবাদে নেমে বেপরোয়াভাবে চলে ভাঙচুর-আগুন। তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ও তার ঘনিষ্ঠ উত্তম সরদার (Uttam Sardar), শিবু হাজরা (Shibu Hazra)-সহ এলাকায় তাদের অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এই দ্বীপাঞ্চলের আদিবাসী সমাজ (Adibasi) থেকে শুরু করে স্থানীয় অন্য বাসিন্দারা। মহিলারা হাতে লাঠি, ঝাঁটা, কাঠারি, বাঁশ নিয়ে প্রতিবাদ দেকিয়েছেন গত কয়েকদিন ধরে।

Advertisment

ইতিমধ্যেই শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সরদার, শিবু হাজরার বাড়ি-পোল্ট্রি ফার্মে ভাঙচুর-আগুন ধরানো হয়েছে। শাহজাহান-সহ উত্তম-শিবুর গ্রেফতারিতে সুর চড়াচ্ছে সন্দেশখালি। পরিস্থিতি সামলাতে শুক্রবার রাত থেকে সন্দেশখালির একটি বড় অংশ জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার সকাল থেকে এলাকায় মাইক প্রচার। প্রত্যেককে বাড়িতে থাকার পরামর্শ পুলিশের। সন্দেশখালির (Sandeshkhali) অলি-গলিতে টহল পুলিশ, RAF-এর।

প্রতিবাদের শুরুটা হয়েছিল গত বুধবার থেকে। ওই দিন শেখ শাহাজাহন ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সরদারের বাড়িতে চড়াও হয় উন্মত্ত জনতা। তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। উত্তমকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। শাহজাহানের মদতেই উত্তম সরদার এলাকায় জোর করে জমি দখল থেকে শুরু করে নানা অবৈধ কাজ চালাত বলে অভিযোগ। এছাড়াও শাহজাহানের আর এক শাগরেদ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার পোলট্রি ফার্ম (Poultry Farm) অফিসেও আগুন ধরায় জনতা। বুধবারের পর শুক্রবারেও শিবুর আরও একটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে বাড়িতেও ভাঙচুর চালায় গ্রামবাসীরা।

আরও পড়ুন- Premium: এই দোকানের মিক্সচার ছিল ধন্বন্তরি, মৃত্যুর আগে স্বস্তি পেয়েছিলেন কবিগুরু

শাহজাহানরা গ্রেফতার না হওয়া পর্যন্ত প্রতিবাদ এমনভাবেই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছিল গ্রামবাসীরা। যাঁদের একটি বড় অংশই মহিলা। এদিকে, সন্দেশখালিতে আইনের শাসন হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নড়েচড়ে বসে নবান্ন (Nabanna)। শুক্রবার রাত ৯.৩০ থেকে সন্দেশখালি ২ নং ব্লকের ৮টি পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্দেশখালির প্রতিটি দ্বীপে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন- Girl Missing: এযেন পিসি সরকারের ‘ম্যাজিক’! দিনেদুপুরে যেন ‘মিলিয়ে’ গেলেন তরুণী! আশ্চর্য্যকাণ্ডে হতভম্ব পুলিশও

শনিবার সকাল থেকে ধামাখালি থেকে সন্দেশখালি ঢোকার রাস্তায় নাকা চেকিং পুলিশের। সবাইকে বাড়িতে থাকার পরামর্শ পুলিশ কর্তাদের। 'দোষীরা শাস্তি পাবেই', বারবার আশ্বাস সরকারের। শনিবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, ধামাখালি থেকে একের পর এক বোট আসছে। সেই বোটগুলিতে পুলিশের আরও বাহিনী পাঠানো হচ্ছে সন্দেশখালিতে। এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। প্রশাসনের আবেদন অমান্য করলে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকার পরিস্থিতি শান্ত রাখার বার্তা দিয়ে মাইকে-টেটোয় প্রচার পুলিশের।

West Bengal Sandeshkhali North 24 Pargana Section 144
Advertisment