সন্দেশখালি তোলপাড়। কোথায় বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)? ভ্যালেন্টাইন ডে-তে নুসরতের ছবি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সাংসদীয় কেন্দ্রে বিরাট ঝঞ্ঝাট অথচ তারকা সাংসদের দেখা নেই বলে হইচই বাধিয়ে দিয়েছে বিরোধীরা। আরেক তারকা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবেদন করেছেন। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ফের কি এই দুই অভিনেত্রী প্রার্থী হচ্ছেন? তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
৫ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় তল্লাশি করতে সন্দেশখালির সরবেড়িয়া গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়ি। এখনও পর্যন্ত তাঁর দেখা না মিললেও সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের একাংশের তৃণমূল নেতাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে রাজ্য-দেশ তোলপাড়। সমস্ত রাজনৈতিক দল থেকে বিভিন্ন কমিশন, রাজ্যপাল সকলেই ছুটেছেন সন্দেশখালি। কিন্তু বসিরহাটের সাংসদ অভিনেতা নুসরত কোথায়? এই নিয়ে কড়া সমালোচনা করতে ছাড়ছে না বিরোধীরা। এর আগে নানা ঘটনায় তাঁর অবস্থান নিয়ে বিতর্ক ছড়িয়েছে। এমনকী সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে কম বিতর্ক হয়নি।
৫ বছরের সাংসদ জীবনের ইতি ঘটেছে। নতুন করে নির্বাচনের অপেক্ষায় তাবড় রাজনৈতিক নেতৃত্ব। প্রথমে অভিনেতা দেব (Dev) প্রকাশ্যে জানিয়ে ছিলেন তিনি ভোটে দাঁড়াতে চান না। তারপর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee) ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ২ দফায় বৈঠকের পর ২০২৪ লোকসভা নির্বাচনে প্রার্থী হতে সম্মত হন দেব। তাঁর পথে হেঁটেই আরেক সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী তো সাংসদদের পদত্যাগ পত্র নিয়ে তৃণমূল সুপ্রিমোর কাছে বিধানসভায় গিয়ে হাজির হন। যদিও এই পত্রও এখন শুধু জমাই থাকছে। ৫ বছরের মেয়াদ শেষ করে মিমির পদত্যাগের ইচ্ছা প্রকাশের চরম সমালোচনা করেছেন বিরোধী দলগুলি।
মিমি বলেছেন, 'আমি রাজনীতি বুঝি না। নিজের কাজ প্রচার করতে পারি না। রাজনীতিতে এলে সবসময় চালের প্যাকেট ধরে দাঁড়িয়ে ছবি তুলতে হয়। আমি সেটা করতে পারিনি। এটাও আমার রাজনীতি ছাড়ার অন্যতম কারণ। পরিষেবা দিতে গিয়ে আমি যে বাধাগুলো পেয়েছি, দিদিকে জানিয়েছি। তিনি দ্রুত পদক্ষেপ করবেন। দলের বিরুদ্ধে আমি কোনও দিন কোনও কথা বলিনি। দলনেত্রীর অনুমতি ছাড়া কোনও দিন সেটা করবও না।’ কিন্তু এখনও টু শব্দটিও করেননি বসিরহাটের সাংসদ।
শত্রু সিনেমায় অভিনয়ের সুত্রপাত নুসরৎ জাহানের। ডাক নাম রুহি। তারপর একাধিক হিট সিনেমা করেছেন তিনি। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে গিয়ে বিয়ে করেছেন। সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা জশ দাশগুপ্তের সঙ্গে। শুধু বৈবাহিক জীবনে বিতর্ক নয়, ফ্ল্যাট কেনা-বেচায় তাঁর নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অভিযোগ জমা পড়েছে। তা নিয়েও তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি।
নিজেকে দুর্নীতি মুক্ত প্রমাণ করতে তাঁকে ঘটা করে সাংবাদিক বৈঠকও করতে হয়েছে। সন্দেশখালি বিতর্কে মুখে কুলুপ এঁটেছেন টলিউডের এই তারকা সাংসদ। আদৌ কি এবার নুসরৎ নির্বাচনে নিজে দাঁড়াবেন বা দল কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত। দেব, মিমির পর এবার নুসরৎ কি ভূমিকা নেন, সেদিকে লক্ষ্য রয়েছে রাজনৈতিক মহলের।