Advertisment

'কালীঘাটের কাকু'র পর বড় মাথাকে ডাকতে ইডি-র তৎপরতা তুঙ্গে, তলব আগামী সপ্তাহেই?

ইতিমধ্যে সিবিআই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে।

author-image
Joyprakash Das
New Update
after kalighat kaku ed may summon any high profile person on ssc recruitment corruption case , 'কালীঘাটের কাকু'র পর বড় মাথাকে ডাকতে ইডি-র তৎপরতা তুঙ্গে, তলব আগামী সপ্তাহেই?

দুর্নীতির চাঁইয়ের ধরতে ইডি-র জোর তৎপরতা।

শিক্ষক-নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু' গ্রেফতার হতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্র ইডির হাতে গ্রেফতার হতেই লিফস অ্যান্ড বাউন্ড-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা যুক্ত রয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সুজয়কৃষ্ণের সহযোগী মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সুজয়কৃষ্ণের গ্রেফতারের সঙ্গে যোগ খুঁজছেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের জোড়াফুল শিবিরে যোগের। সূত্রের খবর, এরইমধ্যে ইডি আরও তৎপর হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়।

Advertisment

ইতিমধ্যে সিবিআই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। যদিও অভিষেক সিবিআই দফতর থেকে বেরিয়ে বলেছেন, জিজ্ঞাসাবাদের ফলে তদন্তকারী আধিকারিক ও তাঁর নিজের সময় নষ্ট হয়েছে। অহেতুক নবজোয়ার কর্মসূচিকে বাধা দিতেই সিবিআইয়ের তলব বলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ গ্রেফতার হতেই ইডি তৎপরতা আরও বেড়ে গিয়েছে। লিফস অ্যান্ড বাউন্ড সংস্থায় কারা যুক্ত, কি ভূমিকা তা নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছে ইডি।

আরও পড়ুন- হেফাজতে ধনুর ভাঙা পণ ভাঙলেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ! বড় স্বস্তি ইডি-র

সূত্রের খবর, কালিঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদের সময় তিন-চারটের প্রশ্নের কোনও জবাব তিনি ইডির তদন্তকারীদের দেননি। একাধিকবার প্রশ্ন করলেও সুজয়কৃষ্ণ ভদ্র এড়িয়ে গিয়েছেন উত্তর। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর ইডিও খোঁজখবর শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। আদালতের নির্দেশ মোতাবেক সিবিআই তলব করেছিল অভিষেককে। এদিকে ইডির কাছে এখন হাতিয়ার সুজয়কৃষ্ণ। কালীঘাটের কাকুর ১৪ দিনের হেফাজত পেয়েছে ইডি।

আরও পড়ুন- বোমা ফাটালেন ‘কালীঘাটের কাকু’র দাদা, অভিষেককে জড়িয়ে বিস্ফোরক দাবি

বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচি চলাকালীন ২৪ ঘন্টার মধ্যে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। বৃহস্পতিবার নবজোয়ার কর্মসূচি ৩৬ দিনে পড়েছে। এদিন পূর্বমেদিনীপুরের নন্দীগ্রামে কর্মসূচি রয়েছে। পরবর্তী সপ্তাহে কলকাতার আশেপাশে থাকবে অভিষেকের জনসংযোগ কর্মসূচি। সিবিআই তলব করায় বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচি বন্ধ রাখতে হয়েছিল। এর আগে দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ চিঠিতে অভিষেকের নাম করেছিলেন। আবার সুজয়কৃষ্ণের দাদা সংবাদ মাধ্যমে ভাইয়ের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কথা বলেছেন। সুজয়কৃষ্ণ ভদ্র ইডির জিজ্ঞাসাবাদে সমস্ত প্রশ্নের জবাব দেয় কিনা, সেটাই লাখ টাকার প্রশ্ন। সূত্রের খবর, শিক্ষক দুর্নীতি মামলায় ইডির তৎপরতা বেড়ে গিয়েছে। সামনের সপ্তাহে ফের নতুন করে কোনও বড় মাথাকে তলব করতে পারে ইডি।

tmc Enforcement Directorate WB SSC Scam kalighater kaku
Advertisment