Advertisment

লকেটের পাল্টা এবার হাপুস কান্না তৃণমূল সাংসদ অপরূপার! হল কী?

কান্নার জবাব চোখের জলে?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
After Locket Chatterjee TMC MP Aparupa Poddar cried about womens protection , লকেটের পাল্টা এবার হাপুস কান্না তৃণমূল সাংসদ অপরূপার! হল কী?

কাঁদছেন দুই সাংসদ। (বাঁ পাশে) বিজেপির নকেট চট্টোপাধ্যা এবং (ডান পাশে) তৃণমূলের অপরূপা পোদ্দার।

পশ্চিমবঙ্গে সুরক্ষিত নন নারীরা। কোথায় যাবেন তাঁরা? এই প্রশ্ন তুলে দিল্লিতে বসে সংবাদ মাধ্যমের সামনেই কেঁদে ফেলেছিলেন বিজেপি হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর শনিবার চোখের জলে ভাসিয়ে ফেললেন তৃণমূলের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। যা লকেটের পালটা বলেই মনে করা হচ্ছে।

Advertisment

২১শে জুলাইয়ের মঞ্চে মণিপুর নিয়ে তোপ দেগেছিলেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষা নিয়ে সোচ্চার হয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেছিলেন। পালটা রাজ্যে বেহাল নারী নিরাপত্তার কথা বলতে গিয়ে হাওড়ার পাঁচলার ঘটনাকে তুলে ধরেন লকেট। যা বাংলায় নারীদের অসহনীয় পরিণতির প্রমাণ বলে দাবি করেন বিজেপি সাংসদ। সেই সময়ই কেঁদে ফেলেছিলেন তিনি।

লকেট চট্টোপাধ্যায় 'অসত্য' বলছেন বলে এদিন দাবি করেছেন অপরূপা পোদ্দার। আরামবাগের সাংসদের দাবি, 'আপনি মুখ্যমন্ত্রীর নামে তো মিথ্যা বলছেন। হাথরস, বালেশ্বরের মর্মান্তিক মৃত্যুর সময় লকেটদি আপনার মানবিক মুখ কোথায় ছিল? আপনার তো গর্ব হওয়া উচিত, ভাবা উচিত একজন মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন তাতে আপনি পশ্চিমবঙ্গে বিরোধী দলের সাংসদ হয়েও সুরক্ষিত। কিন্তু, আমরা এ রাজ্য থেকে গিয়ে ত্রিপুরায় সুরক্ষিত নই। মনে রাখবেন যেভাবে কাজ মমতাদি করেছেন, তাতে দেশের মানুষের মনে উনি রয়েছেন। স্মৃতি ইরানির উচিত মণিপুরে যাওয়া। তাহলেই ফারাক বুঝতে পারবেন।'

এরপরই ১৯৯৩ সালে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মার খাওয়ার প্রসঙ্গ টেনে আনেন অপরূপা। বলেন, '১৯৯৩ সালের ২১শে জুলাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাটিতে ফেলে মেরে সঙ্গে ১৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেদিন কারও লজ্জা হয়নি? সেদিন গণতন্ত্র বিপন্ন ছিল না?'

Aparupa Poddar tmc bjp Locket Chatterjee
Advertisment