Fake Voter News: মূল ভূতুড়ে ভোটার হচ্ছে মৃত ভোটার এমনই দাবি করে সেই ভূতুড়ে ভোটার ধরতে আসরে নামল বামেরা। রবিবার বামেদের বনগাঁ টাউন পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর। তিনি দাবি করেন, ভূতুড়ে ভোটার নিয়ে ভুল তথ্য দিচ্ছে তৃণমূল। আসল ভূতুড়ে ভোটার হচ্ছে মৃত ভোটাররা। বনগাঁ শহরের মোট ১০৮টি বুথের মধ্যে ৪২টি বুথে ৯৫৯ জন মৃত ভোটার তাঁরা খুজে পেয়েছেন।
তাঁদের দাবি, এই ভোটগুলি কাটার জন্য তাঁরা মহকুমা শাসকের কাছে তালিকা করে জমা দিয়েছিলেন কিন্তু সেই গুলি কাটেনি। ভোটের সময় তৃণমূল এই ভোটের সুবিধা নেয়। সেই কারণে ভোটগুলি কাটছে না তৃণমূল।
এ বিষয়ে বনগাঁর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘একই অভিযোগ আমরাও করেছি। মৃত ব্যক্তির পরিবার আবেদন করলেও তা কাটে না তৃণমূল। এখন মতুয়া ভোটার কাটছে আর মৃত ভোটার বাঁচিয়ে রাখছে। তাঁর আরও দাবি, মৃত ভোটারের সুবিধা আগে বামেরা নিত এখন তৃণমূল নেয়।’
আরও পড়ুন 'গোষ্ঠী কোন্দল' নিয়ে কড়া বার্তা, ২৬-এ টার্গেট বেঁধে দিলেন অভিষেক
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘ভূতুড়ে ভোটার শুরু করেছিল সিপিএম। সিপিএম এবং বিজেপি এক। বিগত ভোটে বামেদের এই ভোট বিজেপিকে দিয়েছে। এখন আমরা যখন ভূতুড়ে ভোটার ধরতে মাঠে নেমেছি ওদের গাত্রদাহ হচ্ছে।’