/indian-express-bangla/media/media_files/2025/01/04/OWZREEi9SewqdweU3g8H.jpg)
প্রভুকে না দেখতে পেয়ে দু'দিন ধরে খাওয়া-দাওয়া নেই আদরের 'পুটু'র Photograph: (ফাইল ছবি)
Trinamool councillor's murder: প্রভুকে না দেখতে পেয়ে দু'দিন ধরে খাওয়া-দাওয়া নেই আদরের 'পুটু'র। কোথায় গেলেন প্রভু? বাড়ির আনাচে-কানাচে খুঁজে বেড়াচ্ছে তাঁকে। কিন্তু প্রভু যে না ফেরার দেশে চলে গিয়েছে সেটাও হয়তো বুঝতে বাকি রাখে নি চার বছরের পুটু । তাই মন খারাপ, খাওয়া বন্ধ । মৃত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ির জার্মান প্রজাতির পোষ্য পুটু এখন তোলপাড় করছে গোটা বাড়ি।
যে মানুষটা চার বছর ধরে নিয়ম করে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, ডিনার সবই দিয়েছেন । হঠাৎ করে সেই মানুষটা কাছে না থাকলে যা হয়। আসলে অবলা প্রাণী হলেও পোষ্য কুকুরের ঘ্রাণশক্তি অনেক বেশি। ইংরেজবাজার শহরের সুকান্তপল্লী এলাকায় তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতেই রয়েছে চার বছরের পোষ্য কুকুর পুটু। গত দুদিন ধরে শুধুমাত্র দুটো বিস্কুট খেয়েছে। খাবার প্রতি আগ্রহ নেই। বাড়ির আনাচে-কানাচে ছুটে বেড়াচ্ছে। আবার কখনো ব্যালকনিতে যাচ্ছে প্রভুকে দেখার জন্য। কিন্তু বাড়ির গৃহকর্তার অনুপস্থিতি যেন এই কদিনে ঢের বুঝিয়ে দিয়েছে পুটুকে।
আরও গাঢ় রহস্য! মালদার তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৫
মৃত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার বলেন, চার বছর আগে পুটুকে নিয়ে এসেছিল বাবলা। কোলেপিঠে করে ওকে মানুষ করে। এক বেলা দেখতে না পেলে বাড়ির কেউ না কেউ ওকে বাইকে বসিয়ে বাবলার পার্টি অফিসে নিয়ে যেত। এতটাই টানছিল পুটুর। সেই পুটু এখন দুইদিন ধরে কিছু খেতে চাইছে না। এখানে সেখানে কি যেন শুকে বেড়াচ্ছে। বাড়িতে কেউ আসলে অবাক চোখে চেয়ে থাকছে। কি করব বুঝতে পারছি না। একেই আমার এত বড় ক্ষতি হয়ে গেল । দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করল বাবলাকে। স্বামীটাকে হারালাম। তারপরও যদি পটু এরকম করে কি করে থাকবো।
তিনি আরও বলেন, 'যদিও ছেলে এবং বাড়িতে আর যারা আছেন পুটুর দেখভাল করছে। আসলে অবলা হলেও ও তো একটা প্রাণী , সবই বোঝে। শুধু বলার ক্ষমতাটুকু নেই। পুটুকে আকার ইঙ্গিতে বোঝাচ্ছি তোর মালিক না ফেরার দেশে চলে গিয়েছে'। মৃত বাবলা সরকারের অনুগামীদের বক্তব্য, বাবলার দীর্ঘদিন ধরেই কুকুরের প্রতি আগ্রহ ছিল। শুধু তাই নয় , প্রতিদিনই নিয়ম করে পথ কুকুরদের খাবার দেওবার ব্যবস্থা করতো। ওর অভাব আমরা যেমন বুঝতে পারছি ঠিক একটা অবলা প্রাণীও ততটাই অনুভব করছে।