Malda TMC Leader Murder Case: মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও বাড়ল ধৃতের সংখ্যা। খুনের সঙ্গে জড়িত সন্দেহে আরও দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা সরকার খুনে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৫। এবার মালদা শহরেরই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি তদন্তকারীদের।
মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে গ্রেপ্তার আরও ২ যুবক। ধৃত অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। দু'জনেই মালদা শহরের বাসিন্দা। অমিত নিহত তৃণমূল কাউন্সিলর তথা নেতা দুলাল সরকারের ওয়ার্ডেরই বাসিন্দা। এই নিয়ে দুলাল সরকার হত্যাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। ধৃতদের মধ্যে দু'জন বিহারের বাসিন্দা। দুলাল সরকার খুনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর স্ত্রী চৈতালি ঘোষ সরকার।
পুলিশ ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের কড়া সমালোচনা করেছেন। সরকারের একেবারে শীর্ষ স্তর থেকে এই কান্ডের তদন্তে নজরদারি রাখা হচ্ছে।
মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৫। ধৃত অভিজিৎ ঘোষ মালদা শহরেই একটি দোকানে কাজ করত। তবে গত ১৫ দিন ধরে সে কাজে যায়নি। মাদকে আসক্তি ছিল ওই যুবকের। কাউন্সিলর হত্যাকাণ্ডে তাকেই গ্রেফতার করেছে পুলিশ। অভিজিতের বাবার দাবি তার ছেলেকে ফাঁসানো হচ্ছে। এদিকে দুলাল সরকার হত্যাকাণ্ডে সব সম্ভাবনা খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। দফায় দফায় কথা বলা হয়েছে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে। নিহত নেতার ঘনিষ্ঠদের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- Strange News: বাড়ির একাংশ থেকে বেরোচ্ছে তেল, তাজ্জব ঘটনায় তোলপাড়!
রীতিমতো ছক কষে দুলাল সরকারকে খুন করা হয়েছে, এ ব্যাপারে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। খুনের আগে রেইকি করা হয়েছিল। পুলিশ সূত্রের দাবি, নৃশংস হত্যাকাণ্ডে ১০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। তবে এই খুনের 'মাস্টারমাইন্ড' কে? তা এখনও পর্যন্ত তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। তদন্ত জারি রয়েছে, শীঘ্রই খুনের সম্পূর্ণ কিনারা হয়ে যেতে পারে।