Advertisment

দুপুর গড়ালেই ম্যাজিকের মতো বদল আবহাওয়ায়, কাল-পরশু মারকাটারি বৃষ্টি কোন কোন জেলায়?

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে প্রবল দুর্যোগ লক্ষ্য করা গিয়েছে। দফায়-দফায় ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। তবে গতকাল খানিকটা হলেও আবহাওয়ার উন্নতি চোখে পড়ে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, রথযাত্রায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি-ভেজা শহর কলকাতার টুকরো ছবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

West Bengal Weather Update: নতুন করে বঙ্গোপসাগরে আবারও দানা বেঁধেছে একটি নিম্নচাপ। তারই জেরে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামিকাল অর্থাৎ শনি ও রবিবার সমুদ্র মৎস্যজীবীদের জন্য বিশেষ সর্তকতা জারি। ওই দু'দিনই সমুদ্র উত্তাল থাকবে। তারই জেরে শনি ও রবিবার সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

একটি নিম্নচাপের গেরো কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও তুমুল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার ওয়েদার আপডেট

শুক্রবার বিকেল থেকে বদল দেখা যেতে পারে কলকাতার আবহাওয়াতেও। আগামিকাল অর্থাৎ শনিবার এবং রবিবার কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে আবহাোয়া দফতর সূত্রে।

আরও পড়ুন- আরজি করের নির্যাতিতার পরিবারকে তিনবার ফোনে তিনরকম কথা! ভাইরাল অডিও ক্লিপে তুমুল চাঞ্চল্য!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

বৃষ্টি চলবে উত্তরেও। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার জেলাতেও। তবে উত্তরবঙ্গেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস।

আরও পড়ুন- আন্দোলনের জেরে পিছু হটলেন আরজি করের বদলি চিকিৎসক, ঢুকতেই পারলেন না মালদা মেডিকেলে

Alipur weather Office Bengal Weather Kolkata Weather weather Bengal Weather Forecast
Advertisment