Advertisment

আরজি করের নির্যাতিতার পরিবারকে তিনবার ফোনে তিনরকম কথা! ভাইরাল অডিও ক্লিপে তুমুল চাঞ্চল্য!

RG Kar: আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনও উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তরুণী চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদে ফি দিন মিছিল-আন্দোলন জারি রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral audio clip of RG Kar doctor's death, আরজি কর মেডিক্যাল কলেজ, ফোন, ভাইরাল অডিও ক্লিপ

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি।

RG Kar: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে চাঞ্চল্যকর অডিও ক্লিপ ভাইরাল। ফোনে তিনবার তিন রকম কথা বলা হয় মেয়েটির বাবা-মাকে, এমনই দাবি তাঁদের। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। এখনও মেয়ের নৃশংস পরিণতির বিচারের অপেক্ষায় বাবা-মা। গোটা রাজ্য উত্তাল আরজি কর কাণ্ডের বিচার চেয়ে। এরই মধ্যে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর পর পরই তাঁর পরিবারের কাছে তিনবার ফোন যায়, অন্তত ভাইরাল হওয়া অডিও ক্লিপে এমনই দাবি জোরালো হচ্ছে। তিনবার ফোনে তিন রকম কথা বলা হয় হাসপাতালের তরফে, এমনটাই দাবি করছেন পরিবারের সদস্যরা।

প্রথমে ফোন করে বলা হয়, "মেয়ের শরীর খারাপ"। দ্বিতীয়বার অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে ফোন করা হয়। সেই ফোনে হাসপাতালে যেতে বলা হয় নিহত নির্যাতিতার মা-বাবাকে। তৃতীয়বার ফোন করে বলা হয়, তাঁদের মেয়ে হয়তো আত্মহত্যা করেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অডিও ক্লিপ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি। 

আরও পড়ুন- RG Kar Case: হঠাৎ আরজি করের মর্গে CBI, কারণ জানলে তাজ্জব হবেন!

আরও পড়ুন- 'আন্দোলনরত চিকিৎসকদের হুমকি দিইনি', বিতর্ক বাড়তেই সোচ্চার মমতা

তবে বিষয়টি নিয়ে জলঘোলা যে তুমুল হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে আরজি কর কাণ্ডের তদন্তে জোরদার তৎপরতা চালাচ্ছে সিবিআই। তরুণীকে নৃশংস খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা। প্রতি দিন প্রতিবাদের সুর আরও চড়া হচ্ছে। তবে নির্যাতিতার মা-বাবা এখনও বিচারের অপেক্ষায় দিন গুণছেন।

আরও পড়ুন- নবান্ন অভিযানে পুলিশ সার্জেন্টের চোখে ইটের আঘাত, গ্রেফতার মহিলা, পরিচয় জানেন?

RG Kar Medical College CBI Investigation viral
Advertisment