Advertisment

কেন ১০০ দিনের টাকা পাচ্ছে না বাংলা? বিতর্কে ঘি ঢেলে বিষ্ফোরক অগ্নিমিত্রা

মমতা সরকারের দাবি সব মিলিয়ে মোট ৭ হাজার ২৯ কোটি ৪৭ লক্ষ টাকা কেন্দ্রের কাছে বাংলার বকেয়া রয়েছে।

author-image
Joyprakash Das
New Update
agnimitra pal will appeal to the Center not to give ১০০ days money to the bengal, ১০০ দিনের কাজের চাকা বাংলাকে না দেওয়ার জন্য কেন্দ্রকে বলব অগ্নিমিত্রা পাল

মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, নরেন্দ্র মোদী

বাংলাকে ১০০দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। গত ডিসেম্বর থেকে এই খাতে বন্ধ কেন্দ্রীয় অর্থ। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েও লাভ হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর। সরসারি তিনি এই অভিযোগ করেছেন গত সপ্তাহের জেলাওয়াড়ি প্রশাসনিক বৈঠকে। এরপরই নেত্রীর নির্দেশে শাসক দল লাগাতার কেন্দ্র বিরোধী মিছিলের আয়োজন করেছে। কেন্দ্রীয় 'বঞ্চনা'র ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা। তুঙ্গে তৃণমূল বিজেপি টানাপোড়েন। বাংলাকে কেন্দ্রীয় সরকার কেন ১০০ দিনের কাজ প্রকল্পে টাকা দিচ্ছে না? তা স্পষ্ট করতে গিয়ে এ দিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে বিস্ফোরক দাবি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

Advertisment

১০০ দিনের টাকা কেন্দ্রের তরফে এ রাজ্যে গত ৭ মাস না আসায় নবান্নকেই দায়ী করেছেন আসনসোল দক্ষিণের বিধায়ক। তাঁর সাফ কথা, 'বিভিন্ন খাতে কেন্দ্রীয় অনুদান বাংলায় এসেছে। কিন্তু, টাকা পেলেও কাজের হিসাব দেওয়া হয় না। যা না পেলে কেন্দ্রীয় সরকার আর এ রাজ্যে টাকা পাঠাবে না।'

এখানেই থামেননি অগ্নিমিত্রা পাল। এই পদ্ম বিধায়ক বিধায়ক বলেছেন, 'এত বছরও বিধানসভায় সরকার কোনও অডিট রিপোর্ট টেবিল করেনি। তাহলে কীসের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার টাকা দেবে? আসলে বড় বড় দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই কেন্দ্রীয় সরকারকে দোষারোপের কৌশল নিয়েছে তৃণমূল।'

আরও পড়ুন- বহিষ্কারেও অসন্তোষ কমছে না, মধ্য-প্রাচ্যের দেশগুলিতে চুরমার দিল্লির সম্মান, ভারতীয় পণ্য বয়কটের ডাক

আগামী বছর পঞ্চায়েত ভোটকে টেনে অগ্নিমিত্রার দাবি, 'আগামী বছর পঞ্চায়েত নির্বাচন রয়েছে। এখন টাকার দরকার ওদের। কেন্দ্রের দেওয়া টাকায় নির্বাচনের কাজে লাগানো হবে। তার জন্য কেন্দ্র টাকা দেবে? আসলে যাদের প্রকৃত অর্থেই ১০০ দিনের কাজের প্রয়োজন তাদের বেশিরভাগই এই প্রকল্পের সুবিধা পান না। আর যারা পান তাদের থেকেও কাট মানি খায় তৃণমূল।'

এরপরই কেন্দ্রীয় অর্থ বাংলা না আসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। বলেছেন, 'এ রাজ্যেরকে ১০০ দিনের টাকা যাতে না দেওয়া হয় সেই আর্জি আমরা কেন্দ্রের কাছে জানাব।'

কিন্তু এতে তো হিতে বিপরীত হতে পারে! এমনিতেই তৃণমূলের দাবি বিজেপি বাংলা বিরোধী। তৃণমূল পঞ্চায়েত ভোটের আগে সেই সুর আরও চড়াবে। এতে কী বিজেপিকে নিয়ে মানুষের বিভ্রান্তি আরও বাড়বে না? জবাবে অগ্নিমিত্রা বলেন, 'মানুষকে আমাদের বোঝাতে হবে। বলব ১০০ দিনের কাজ চাইলে বিজেপিকে ভোট দাও। তাহলেই ১০০ দিনের টাকা কেন্দ্র দেবে। প্রচারে তুলে ধরব কীভাবে কেন্দ্রের পাঠানো অর্থ চুরি করে তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত প্রতিনিধিরা তাক লাগানো সব বাড়ি তৈরি করেছে।'

১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্র বিরোধী প্রচার চালাচ্ছে তৃণমূল। তার মধ্যেই অগ্নিমিত্রার দাবি বিতর্কে নয়া মাত্রা যোগ করল।

Mamata Banerjee West Bengal Agnimitra Paul Modi Government Mamata Government MNREGA
Advertisment