ফের প্রতিমা নিরঞ্জনে মর্মান্তিক দুর্ঘটনা, ২ জনের দেহ উদ্ধার, নিখোঁজ অনেকেই

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর প্রায় ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিজয়া দশমীর কুশিয়াপুর গ্রামের চামদ মাতা মন্দিরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন ৪০ থেকে ৫০ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর প্রায় ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিজয়া দশমীর কুশিয়াপুর গ্রামের চামদ মাতা মন্দিরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন ৪০ থেকে ৫০ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

প্রতিমা নিরঞ্জনে মর্মান্তিক দুর্ঘটনা

মধ্যপ্রদেশের পর এবার উত্তর প্রদেশের আগ্রা। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে প্রতিমা ভাসানের সময় জলে ডুবে যান প্রায় ১৩ জন যুবক। আকস্মিক এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়রা বিষ্ণু নামে এক যুবককে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন। গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর প্রায় ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিজয়া দশমীর কুশিয়াপুর গ্রামের চামদ মাতা মন্দিরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন ৪০ থেকে ৫০ জন। তাদের মধ্যে ছিলেন পুরুষ, মহিলা ও শিশুও। প্রতিমা নিরঞ্জনের সময় হঠাৎ করেই ১৩ জন যুবক গভীর জলে তলিয়ে যান। পরে তাদের মধ্যে থেকে বিষ্ণু (২০) নামে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি।

আরও পড়ুনদুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা, ১১ জনের মৃত্যুতে হাহাকার, আর্তনাদ

Advertisment

 গ্রামবাসীদের অভিযোগ, দুর্ঘটনার সময় সেখানে কোনও পুলিশ বা উদ্ধারকারী দল মোতায়েন ছিল না। প্রায় দেড় ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দলের সদস্যরা। স্থানীয়দের দাবি তারাই প্রথমে উদ্ধার অভিযানে হাত লাগায়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। রাতে SDRF-এর একটি দল ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। তবুও রাত পর্যন্ত নিখোঁজদের খোঁজ মেলেনি।

ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট অরবিন্দ মালাপ্পা ও ডিসিপি পশ্চিম অতুল শর্মা অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করেন। এদিকে, আকস্মিক দুর্ঘটনায় গোটা গ্রাম শোকে স্তব্ধ। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, শোকসন্তপ্ত পরিবারগুলিকে সাহায্য ও প্রয়োজনীয় সব রকমের সাহায্য দেওয়ার জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি নিখোঁজদের উদ্ধারের জন্যও সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভোররাতে প্রবল কম্পন, দুলে উঠল পৃথিবী, আতঙ্কে ঘরছাড়া মানুষ, চরম চাঞ্চল্য

Dead Uttarpradesh Durga Puja