/indian-express-bangla/media/media_files/2025/02/25/I0qb4ENQlmS8hLebUCJj.jpg)
মায়ানমারে ফের ভূমিকম্প।
মায়ানমারে ফের ভূমিকম্প। জাতীয় ভূকম্পন কেন্দ্র (National Center for Seismology) জানিয়েছে, শুক্রবার ভোররাতে (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৩টে বেজে ৪৩ মিনিট নাগাদ হঠাৎ করেই কেঁপে ওঠে মায়ানমারে বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারেই।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর, উৎসবের আবহে বাংলায় বিপুল বিনিয়োগের ঘোষণা দেশের প্রখ্যাত শিল্পগোষ্ঠীর
এর আগে বুধবার গভীর রাতে (২ অক্টোবর) মায়ানমারে আরও একবার ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৩.১। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছিল ভূমিকম্পটি ঘটে রাত ২টো বেজে ১৯ মিনিটে। ওই সময় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। দু দিন অন্তর অন্তর ভূমিকম্পের ফলে আতঙ্কে স্থানীয় মানুষ।
অপরদিকে মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স-এ ভূমিকম্পের জেরে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে মঙ্গলবারের কম্পনে ৭২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের উপকূলীয় শহর বোগোর কাছাকাছি ১৭ কিমি উত্তর-পূর্বে। কম্পনের তীব্রতায় বহু বাড়িঘর ধসে পড়ার ফলেই এই মৃত্যুমিছিল।
আরও পড়ুন-'অপারেশন সিঁদুর' থিমে ইতিহাস! দশমীতেও জনস্রোত সন্তোষ মিত্র স্কোয়্যারে! আজ একাদশীতেও খোলা মণ্ডপ?
বুধবার ভারতীয় দূতাবাস ফিলিপিন্স-এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, "সেবু প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি এবং ফিলিপিন্স সরকার ও জনগণের প্রতি ভারতীয় দূতাবাস গভীর সমবেদনা প্রকাশ করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা এবং প্রার্থনা।"
আরও পড়ুন- প্রবল কম্পন! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক বহুতল, মৃত্যুমিছিলে হাহাকার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us