Advertisment

লক্ষ্য ২০২৪, বিজেপি-তৃণমূলকে 'ল্যাজেগোবরে' করতে মাঠে নামছে এসএফআই

২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে একাধিক কর্মসূচি নিয়েছে বাম ছাত্র সংগঠনটি।

author-image
Joyprakash Das
New Update
ahead of 2024 lok sabha polls sfi is going to makes campaign against bjp tmc

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।

২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ময়দানে নামতে চলেছে এসএফআই। রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বাম ছাত্র সংগঠনটি। আরএসএস-বিজেপির পাশাপাশি তৃণমূলকে পরাজিত করার ডাক দেওয়া হবে কর্মসূচিগুলিতে।

Advertisment

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, 'ছাত্রদের কাছে RSS-BJP-এর বিপদ বোঝাতে বাড়তি উদ্যোগ নিচ্ছি আমরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে হারানোর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রথমে সংগঠনের কর্মীদের কাছে, তারপর বৃহত্তর ছাত্রসমাজের কাছে পৌঁছচ্ছে SFI। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসএফআইয়ের ১৬০০+ ইউনিট ও ৪১৪টি লোকাল কমিটি রয়েছে। প্রতিটি ইউনিট ও লোকাল কমিটিতে আলোচনা সভা করে 'INDIA' গড়ে ওঠার প্রেক্ষিত, দেশে বিজেপিকে পরাস্ত করা এবং এ রাজ্যে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করার প্রয়োজনীয়তা নিয়ে চর্চা করবে ছাত্রকর্মীরা।'

প্রাক্তন ছাত্রনেতা সুভাষ চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে ৩-৬ অগাস্ট এই কর্মসূচি চলছে। আগামী ১১ই অগাস্ট ক্ষুদিরাম বসুর শহিদ দিবসে রাজ্যজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে "নাথুরামের ভারত বনাম ক্ষুদিরামের ভারত" বিষয়ের উপর সভা করবে এসএফআই।

আরও পড়ুন- মঙ্গল-বুধেই হাসপাতাল থেকে ছুটি বুদ্ধবাবুর? কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?

সৃজন বলেন, 'আগামী ১২ থেকে ১৫ অগাস্ট রাজ্যজুড়ে সমস্ত লোকাল কমিটিকে যুক্ত করে 'আজাদি র‍্যালি' অনুষ্ঠিত হবে। ওই র‍্যালিতে ভারতের জাতীয় পতাকা ও এসএফআইয়ের পতাকা থাকবে। পাশাপাশি থাকবে মণীষীদের ছবি ও বক্তব্য সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ড। ৬ ও ৯ অগাস্ট হিরোশিমা-নাগাসাকি দিবসে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির আহ্বান রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ইত্যাদি সংগঠিত হবে রাজ্যজুড়ে।'

দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এর আগেও পথে নেমেছে এসএফআই। এসএফআই নেতৃত্ব জানিয়েছে, অগাস্ট-সেপ্টেম্বর জুড়ে জেলায় জেলায় চোরমুক্ত ইউনিয়ন গড়তে অবিলম্বে স্বচ্ছ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে পথে নামবে তাঁরা।

tmc bjp left front CPIM RSS SFI West Bengal loksabha election 2024 srijan bhattacharya
Advertisment