Gujarat Plane Crash Today:বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানী নগরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে। ভেঙে পড়া সেই বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিমানের ১২ নম্বর আসনে তিনি ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় দমকল আধিকারিক জয়েশ খাদিয়া জানিয়েছেন, দুর্ঘটনার পরেই বিমানটিতে আগুন ধরে যায় এবং আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে। এই ঘটনা সম্পর্কে আহমেদাবাদের পুলিশ কমিশনার জি এস মালিক জানিয়েছেন, বিমানবন্দরের কাছে মেঘানী নগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
সূত্র জানিয়েছে যে বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ওড়ার পরপরই ভেঙে পড়ে।
বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর বিমান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তাৎক্ষণিক উদ্ধারকাজ এবং যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Ahmedabad Plane Crash live news:'হৃদয়বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ অসম্ভব', আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী
আহত যাত্রীদের চিকিৎসার জন্য পরিবহনের জন্য একটি গ্রিন করিডোরের ব্যবস্থা করা এবং অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে চিকিৎসার সব ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আমার সাথে কথা বলেছেন এবং এই বিমান দুর্ঘটনায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে এনডিআরএফ দল এবং কেন্দ্র সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।"
আরও পড়ুন- Ahmedabad Plane Crash: টেক অফের পরেই ATC-তে 'মেডে কল' পাইলটের, তারপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমান