/indian-express-bangla/media/media_files/2025/06/12/cmOSHNIdvcGKfkOMpNNW.jpg)
আহমেদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমান, মৃত্যুমিছিল..
Air India flight crashes in Ahmedabad: গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। বিমানে ১৯৫ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি ওড়ার সময়ই ভেঙে পড়ে। তবে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে সেটা এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা শতাধিক।
বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে বিরাট বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমানটি টেকঅফের সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে যে বিমানের পিছনের অংশটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এরপরই বিমানটিতে আগুন ধরে যায়। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে বিমানটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। বহু প্রাণ হানির আশঙ্কা।
দুর্ঘটনার শিকার এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান। দুর্ঘটনার পর আকাশ কালো ধোঁয়ায় ভরে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে। অ্যাম্বুলেন্সও দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। বহু মানুষ দুর্ঘটনার পর ভিড় করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, মেঘানী নগরের আবাসিক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে যুদ্ধকালীন তৎপরতায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায়। আগুন এতটাই দ্রুত ছড়ায় যে কেউই দুর্ঘটনাস্থল থেকে কেউ'ই পালিয়ে যেতে পারেন নি। স্থানীয় হাসপাতাল ও মেডিকেল টিমকে সতর্ক করে দেওয়া হয়েছে, আহমেদাবাদ সিভিল হাসপাতালের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু হয়েছে।
আও পড়ুন- [ ফের ছুটি পড়ে গেল স্কুলে, এবার কতদিন?]