Cyber Crime: মাত্র ৩০ সেকেন্ডে তৈরি হচ্ছে ভুয়ো ওয়েবসাইট! AI-এর ফাঁদে পা না দিয়ে কীভাবে সুরক্ষিত থাকবেন?
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ নতুন মাত্রা নিচ্ছে। আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা Okta-র সাম্প্রতিক রিপোর্টে জানাচ্ছে, প্রতারকরা এখন Generative AI টুল ব্যবহার করে মাত্র ৩০ সেকেন্ডে আসল ওয়েবসাইটের মতই হুবহু ভুয়া ফিশিং সাইট তৈরি করছে।
এই ফিশিং ওয়েবসাইটগুলি দেখতে অবিকল আসলের মতই। যার কারণে অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা প্রতারকদের পাতা ফাঁদে নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রতারিত হচ্ছেন।
কীভাবে তৈরি হচ্ছে এই ভুয়ো ওয়েব সাইট?
প্রতারণার জন্য Vercel নামক কোম্পানির v0 নামের AI টুল ব্যবহার করছে হ্যাকাররা। এই টুলটি সহজ ভাষায় ইনপুট পেলে Okta, Microsoft 365, ক্রিপ্টো এক্সচেঞ্জের মতো প্ল্যাটফর্মের নকল পেজ তৈরি করে ফেলে। এরপর Vercel-এর হোস্টিংয়ের মাধ্যমে এগুলি প্রকাশ করা হয়, ফলে এগুলি বিশ্বাসযোগ্য এবং শনাক্ত করাও কঠিন হয়ে দাঁড়ায়।
কীভাবে বুঝবেন কোন ওয়েবসাইট ভুয়ো?
- স্বাভাবিক নয় এমন URL বা ডোমেইন
- অপ্রত্যাশিতভাবে পাসওয়ার্ড বা তথ্য চাওয়া
- বিভ্রান্তিকর ও তাড়াহুড়ো করে ক্লিক করানোর বার্তা
- ভাষাগত ভুল ও নকশায় অমিল
- সতর্ক থাকুন, সন্দেহজনক মনে হলে URL ভালভাবে পরীক্ষা করুন এবং প্রয়োজনে ব্রাউজার বন্ধ করে দিন।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
- দ্বি-স্তরের প্রমাণীকরণ (2FA) চালু রাখুন
- সুরক্ষিত ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন
- সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন
- ভাল অ্যান্টিভাইরাস ও ব্রাউজার সিকিউরিটি ব্যবহার করুন
- যদি কোনও তথ্য ফাঁস হয়, পাসওয়ার্ড অবিলম্বে পরিবর্তন করুন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রিপোর্ট করুন