NEET Agitation: উল্লেখ্য, ৪ জুন NEET-এর ইউজি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তারপর থেকেই পরীক্ষাপর্বে দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষার্থীদের একটা অংশ সরব হয়েছেন। সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষমেশ আজই দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে আগামী ২৩ জুন আবারও নিটের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার আয়োজন করতে হবে।
NEET Scam-AIDSO Protest: এবার বিকাশ ভবন অভিযানে AIDSO। নিট-এর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ঘিরে পথে SUCI-এর এই সংগঠন। AIDSO-এর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড বেধে যায় সল্টলেকের করুণাময়ী চত্বরে। পুলিশ মিছিল আটকাতেই খন্ডযুদ্ধ বেধে যায়। বেশ কয়েকজন AIDSO কর্মীকে পুলিশ আটক করে।
Advertisment
বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। বিকাশ ভবনের দিকে মিছিলে এগোতেই পুলিশ তাদের আটকে দেয়। এরপরেও পুলিশি বাধা সরিয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী মিছিল এগিয়ে নিয়ে যায়। তাদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। AIDSO কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়ে যায় পুলিশের। এরই মধ্যে প্রিজন ভ্যানে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে তুলে নিয়ে গিয়েছে।
উল্লেখ্য, ৪ জুন NEET-এর ইউজি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তারপর থেকেই পরীক্ষাপর্বে দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষার্থীদের একটা অংশ সরব হয়েছেন। সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষমেশ আজই দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে আগামী ২৩ জুন আবারও নিটের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার আয়োজন করতে হবে।
সেই পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন। প্রত্যেককে বসতে হবে না পরীক্ষায়। কেবলমাত্র যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল বলে অভিযোগ, শুধু তাঁদেরই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-কে।