Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডের অভিনব প্রতিবাদ, নজিরবিহীন সিদ্ধান্ত চিকিৎসকদের

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল বাংলা। ফি দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন-প্রতিবাদ। আজ রাখী উৎসবের আয়োজন করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। লালবাজারে তলব পাওয়া দুই চিকিৎসকদের নিয়ে জমায়েত কর্মসূচি রয়েছে চিকিৎসকদের। তারপর মিছিল করে চিকিৎসকরা লালবাজারের দিকে যাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
aiims and other delhi hospitals doctors unique protest against rg kar case, আরজি কর, দিল্লি, এইএমএস

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ দিল্লিতেও।

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার অভিনব সিদ্ধান্ত দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (AIIMS) এবং অন্যান্য হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকদের। কেন্দ্রীয় সরকার তাঁদের দাবি পূরণ না করা পর্যন্ত এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলে তাঁরা জানিয়েছেন।

Advertisment

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। রাজ্যের সীমা ছাড়িয়ে ভিন রাজ্যেও আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফি দিন সোচ্চার হচ্ছেন চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার দিল্লির AIIMS এবং অন্যান্য হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা স্বাস্থ্য মন্ত্রকের বাইরে বসে OPD-তে রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, রাস্তায় OPD পরিষেবা দেবেন চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রকের বাইরে বসে ১৯ আগস্ট থেকে রোগী দেখা হবে।

আরও পড়ুন- Doctors Protest: অভয়ারা বিচার চায়, আর জি কর কাণ্ডে অভিনব রাখিবন্ধন উৎসবের আয়োজন চিকিৎসক সংগঠনের

আরও পড়ুন- Sukhendu Sekhar Roy: দমবার পাত্র নন সুখেন্দুশেখর! ফুটবল সমর্থকদের উপর পুলিশি সক্রিয়তায় তেড়েফুঁড়ে সোচ্চার সাংসদ

উল্লেখ্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ অর্ডিন্যান্স আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে কথাও বলেছেন চিকিৎসক প্রতিনিধিরা। তৈরি হয়েছে একটি কমিটিও।

আরও পড়ুন- Kolkata Doctor Murder: সুখেন্দুশেখরের সুরেই এবার রাজ্যের মন্ত্রী, আর জি কর কাণ্ডে কী দাবি সাবিনার?

যদিও এখনও পর্যন্ত বিশেষ অর্ডিন্যান্স আনার তোড়জোড় দেখা যায়নি। সেই কারণেই এবার অভিনব প্রতিবাদ প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এভাবেই রাস্তায় বসে তাঁরা রোগী দেখবেন বলে জানিয়েছেন।

protest protest rally RG Kar Medical College Doctors Death
Advertisment