Advertisment

Doctors Protest: অভয়ারা বিচার চায়, আর জি কর কাণ্ডে অভিনব রাখিবন্ধন উৎসবের আয়োজন চিকিৎসক সংগঠনের

Doctors Protest: "আমার রাখী তোমার হাতে, তুমিও থাকো আমার সাথে - অভয়া" অভয়ারা বিচার চায়। আগামিকাল রাখী উৎসবের আয়োজন করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। পাশাপাশি লালবাজারে তলব পাওয়া দুই চিকিৎসকদের জন্য জমায়েত করবেন চিকিৎসকরা। তারপর মিছিল করে লালবাজারের দিকে যাবেন।

author-image
Joyprakash Das
New Update
Kunal Sarkar, Subarna Goswami, RG Kar Case

আরজি কর কাণ্ডে এবার বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব লালবাজারের।

Doctors Protest: "আমার রাখি তোমার হাতে, তুমিও থাকো আমার সাথে - অভয়া", অভয়ারা বিচার চায়। আগামিকাল রাখী উৎসবের আয়োজন করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। পাশাপাশি লালবাজারে তলব পাওয়া দুই চিকিৎসকদের জন্য জমায়েত করবেন চিকিৎসকরা। তারপর মিছিল করে লালবাজারের দিকে যাবেন।

Advertisment

সংগঠনের তরফে ড. মানস গুমটা বলেন, "আগামীকাল, সোমবার রাখিবন্ধনের কর্মসূচি শেষ করে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের ডাকে সিনিয়র ডাক্তাররা বেলা দুটোর সময় মেডিক্যাল কলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে জমায়েত হবেন। সেখান থেকে আমরা মিছিল করে লালবাজারে যাব সুবর্ণ গোস্বামী ও কুনাল সরকারের সঙ্গে, সঙ্গে আমাদের আইনজীবীরাও থাকবেন। যেখানে পুলিশ আটকাবে, সেখান থেকে শুরুর জায়গায় ফিরে আসব। দুই চিকিৎসক লালবাজার থেকে না ফেরা পর্যন্ত অপেক্ষা করব।"

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে এবার বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারকে তলব লালবাজারের। শুধু কুণাল সরকারই নন, আরও এক বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। তবে ঠিক কী কারণে এই দুই বিশিষ্ট চিকিৎসককে তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।

আরও পড়ুন RG Kar Case: আরজি কর কাণ্ডে চিকিৎসক কুণাল সরকারকে তলব লালবাজারের, ডাকা হল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও

এই ঘটনার তদন্ত নেমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। সেই সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারকে তলব করেছে কলকাতা পুলিশ।

তলব করা হয়েছে আরও এক বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও। যদিও ঠিক কী কারণে শহরের এই দুই বিশিষ্ট চিকিৎসকে লালবাজারের তলব, তা এখনও স্পষ্ট হয়নি। তবে সূত্রের খবর, আরজি কর কাণ্ডের পর এই দুই চিকিৎসক বেশ কিছু মন্তব্য করেছিলেন, সেই কারণেই তাঁদের ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

RG Kar Medical College Raksha Bandhan Rakhi West Bengal
Advertisment