/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Air-India.jpg)
দক্ষিণেশ্বরের রাস্তায় বিমান।
Dakshineswar: হঠাৎই দক্ষিণেশ্বরের রাস্তায় যেন আকাশ থেকে নেমে এল আস্ত একটি বিমান! ভরা রাস্তায় বিশাল এই বিমান দেখে হতবাক অনেকেই। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ওঠার মুখের রাস্তায়। তবে বিষয়টি স্পষ্ট হতেও বেশি দেরি হয়নি। অধুনা AIR INDIA সংস্থার ওই বিমানটি দক্ষিণেশ্বরের রাস্তায় কীভাবে বা কেন আনা হল, সেটাও একটু খোঁজ নিতেই স্পষ্ট হয়েছে।
সোমবার সকালে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ওঠার মুখে রাস্তার ধারে দেখা যায় অধুনা AIR INDIA-র ইন্ডিয়া সংস্থার একটি বিমান। একটি ট্রেলারের উপরে রাখা ছিল পরিত্যক্ত সেই বিমানটি। জানা গিয়েছে, সম্ভবত পরিত্যক্ত এই বিমানটি অকশনে বিক্রি হয়েছে।
এবার সেটি যিনি কিনেছেন তাঁর ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। দিনের ব্যস্ত সময়ে বিমানটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা হয়। জানা গিয়েছে, রাতের দিকে গাড়ির চাপ হালকা হলে ফের বিমানটি তার গন্তব্যে নিয়ে যাওয়া হতে পারে।
আরও পড়ুন- Ilish: ইলিশপ্রেমীরা এখবর এখনই পড়ুন! চলতি মরশুমে ইলিশ নিয়ে কী এমন উদ্বেগ মৎস্যজীবীদের?
আরও পড়ুন- Liquor Price Hike: এবার মদের দামেও ছ্যাঁকা! সুরাপ্রেমীদের মাথায় বাজ পড়তে চলেছে, আগে জানুন এখবর
এদিকে, ভরা রাস্তায় এমন প্রকাণ্ড বিমান দেখে অত্যুৎসাহী অনেকেই তার ছবি তুলতে শুরু করে দেন। ব্যস্ত রাস্তা দিয়ে গাড়িতে যাওয়া অন্য যাত্রীরাও মুঠোফোনে বিমানের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে একেবারে ট্রেলারের ধারে গিয়ে পরিত্যক্ত ওই বিমানের সঙ্গে সেলফি নিতে শুরু করেন। এতে ওই রাস্তায় সাময়িক যানজট তৈরি হয়ে যায়। পরে পুলিশ গিয়ে সেই যানজট মুক্ত করে।