Air India: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা জের! বিরাট ঘোষণা এয়ার ইন্ডিয়ার, অবশেষে বড় সিদ্ধান্ত

Air India: সম্প্রতি আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার পথে এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে ২৪২ জন যাত্রীর মধ্যে মাত্র একজন প্রাণে বাঁচেন।

Air India: সম্প্রতি আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার পথে এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে ২৪২ জন যাত্রীর মধ্যে মাত্র একজন প্রাণে বাঁচেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Air India flight cancelled

Air India-এর বড় ঘোষণা

Air India: একসঙ্গে ৮টি ফ্লাইট বাতিল এয়ার ইন্ডিয়ার, ‘অপারেশনাল কারণে’ বিরাট সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়া শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশনাল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কারণে সংস্থাটি ৪টি আন্তর্জাতিক এবং ৪টি ডোমেস্টিক ফ্লাইট বাতিল করেছে।

Advertisment

আরও পড়ুন- দিঘার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! রক্তাক্ত কাণ্ডে বিরাট বিপাকে পর্যটকরা

এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের বিকল্প ব্যবস্থার মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি, ফ্লাইট বাতিলের ক্ষেত্রে পূর্ণ টিকিট মূল্য ফেরত অথবা ফ্রি রিসিডিউলিং-এর সুবিধা দিচ্ছে সংস্থা। 

বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইট:

AI906: দুবাই → চেন্নাই

AI308: দিল্লি → মেলবোর্ন

AI309: মেলবোর্ন → দিল্লি

AI2204: দুবাই → হায়দরাবাদ

বাতিল হওয়া ডোমেস্টিক ফ্লাইট:

AI874: পুনে → দিল্লি

AI456: আহমেদাবাদ → দিল্লি

AI2872: হায়দরাবাদ → মুম্বই

AI571: চেন্নাই → মুম্বই

দুর্ঘটনার ছায়া- 

Advertisment

সম্প্রতি আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার পথে এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে ২৪২ জন যাত্রীর মধ্যে মাত্র একজন প্রাণে বাঁচেন। এর পরপরই DGCA (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) নির্দেশ দেয়, এয়ার ইন্ডিয়ার সমস্ত ৩৩টি বোয়িং ৭৮৭ বিমানেই অতিরিক্ত রক্ষণাবেক্ষণ পরিদর্শন করতে হবে।

বৃহস্পতিবার, টাটা গ্রুপের বিমান সংস্থাটি বিমান কাটছাঁটের পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করেছে, যার মধ্যে তিনটি রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং ১৮টি রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি হ্রাস করা হয়েছে - পাঁচটি উত্তর আমেরিকা, নয়টি ইউরোপ এবং দুটি করে অস্ট্রেলিয়া ও পূর্ব এশিয়া।২১ জুন থেকে এই নির্দেশ কার্যকর করা হবে এবং ১৫ জুলাই পর্যন্ত তা বলবৎ থাকবে।

আরও পড়ুন- উত্তাল পরিস্থিতি ভবানীপুরে, ধুন্ধুমার কাণ্ডে উত্তেজনা চরমে, আটক সুকান্ত মজুমদার

Air India