/indian-express-bangla/media/media_files/2025/06/20/accident-2025-06-20-12-37-04.jpg)
Digha bus accident: দিঘার পথে দুর্ঘটনা।
Digha Accident: দিঘার পথে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতা থেকে দিঘাগামী বাস উল্টে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে। তারই জেরে এই বিপত্তি ঘটে। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দা রাই উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ পৌঁছোয় ঘটনাস্থলে। শুক্রবার এই দুর্ঘটনার জেরে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে সাময়িক যানজট তৈরি হয়। যদিও পুলিশি তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
আবারও দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির নাচিন্দায় নয়ানজুলিতে নেমে গেল দিঘাগামী চলন্ত বাস! কাঁথির নাচিন্দার কাছে খড়িপুকুরিয়ায় দিঘাগামী বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সটান রাস্তার ধারের নয়ানজুলিতে নেমে যায় চলন্ত বাস। এই দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। জানা গিয়েছে, বাসটি কলকাতার দিক থেকে দিঘায় যাচ্ছিল।
দুর্ঘটনার পরেই প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক হওয়ার পরে এই ১১৬ বি জাতীয় সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
তাই স্থানীয় লোকজনদের দাবি, এই রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ না করার জেরেই অহরহ দুর্ঘটনা ঘটছে। এদিন দুর্ঘটনার পর মারিসদা থানার পুলিশ এলাকায় গিয়ে পৌঁছোয়। বাসটি নয়ানজুলি থেকে তোলা হয়।