Ahmedabad Plane Crash : অবসরের আগে শেষ উড়ান নিয়ে গেল মৃত্যুর দিকে! সবচেয়ে অভিজ্ঞ পাইলটের হাতে মর্মান্তিক দুর্ঘটনা

Ahmedabad Plane Crash : আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রীর। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে মোট ২৪২ জন ছিলেন

Ahmedabad Plane Crash : আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রীর। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে মোট ২৪২ জন ছিলেন

author-image
IE Bangla Tech Desk
New Update
Boeing 787 Dreamliner crash

ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ৮,২০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। সহ-পাইলটের ছিল ১,১০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা৷

Ahmedabad Plane Crash : অবসরের আগে শেষ উড়ানই মৃত্যুর দিকে নিয়ে গেল। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহত পাইলট-ক্রু মেম্বারদের করুণ কাহিনি চোখে জল আনবে। 

Advertisment

আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রীর। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে মোট ২৪২ জন ছিলেন—এর মধ্যে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু মেম্বার। এই মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অবসরের আগে পাইলটের শেষ উড়ান 
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী নিহত হন, যাদের মধ্যে ২ জন পাইলট এবং ১০ জন ক্রু মেম্বার ছিলেন। ৬০ বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এয়ার ইন্ডিয়ার বিমানের সবচেয়ে সিনিয়র পাইলট ছিলেন। অবসর গ্রহণের মাত্র কয়েক মাস বাকি ছিল, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে তার বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটির সমস্ত ১২ জন ক্রু মেম্বার প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে কেউ ছিলেন অভিজ্ঞ, কেউ সদ্য নিয়োগপ্রাপ্ত। তাদের মধ্যে  অনেকেই প্রথম আন্তর্জাতিক ফ্লাইটে উড়েছিলেন, কারও জন্য আবার এটাই ছিল অবসরের আগে শেষ ফ্লাইট।

৬০ বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এয়ার ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ পাইলটদের একজন ছিলেন। অবসরের মাত্র কয়েক মাস বাকি ছিল। মুম্বইয়ের ৯০ বছর বয়সী বাবার সঙ্গে থাকতেন। তার দুই ছেলেই পাইলট। আর মাত্র কয়েকটা দিন পরই ছিল তার অবসর। শেষ ফ্লাইটেই তাঁর জীবনাবসান ঘটল। ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ৮,২০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। সহ-পাইলটের ছিল ১,১০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা৷ 

Advertisment

আরও পড়ুন- ঝলসে গেল দেহ, চোখের সামনে ভালবাসার এক রঙিন অধ্যায়ের সমাপ্তি! ডুকড়ে ওঠা কান্না, হাহাকার....

Air India ahmedabad plane crash