Air India Delhi-Paris flight: Air India-এর বিমানে বিরাট বিপত্তি! তড়িঘড়ি নামানো হল যাত্রীদের, টেকঅফের কয়েক মিনিট আগে রুদ্ধশ্বাস পরিস্থিতি

Air India Delhi-Paris flight: এই ঘটনায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। AI143 ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ১৫ মিনিটে প্যারিসের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এবং সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে প্যারিস পৌঁছনোর কথা ছিল।

Air India Delhi-Paris flight: এই ঘটনায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। AI143 ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ১৫ মিনিটে প্যারিসের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এবং সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে প্যারিস পৌঁছনোর কথা ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Air India flight cancelled

Air India-এর বিমানে বিরাট বিপত্তি

Air India Delhi-Paris flight: দিল্লি থেকে প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট বিপত্তি। টেকঅফের মাত্র কয়েক মিনিট আগে বিমানে ধরা পড়ে প্রযুক্তিগত ত্রুটি। সমস্যা মেরামতের চেষ্টা চললেও, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে রাতের উড়ান পরিষেবার বিধিনিষেধ থাকায় ফ্লাইটটি আর নির্ধারিত সময়ে ছাড়া সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। 

Advertisment

সোমবার এই ঘটনায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। AI143 ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ১৫ মিনিটে প্যারিসের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এবং সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে প্যারিস পৌঁছনোর কথা ছিল। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত। যাঁদের যাত্রা বাতিল হয়েছে তাঁদের দ্রুত বিকল্প ব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী হোটেলে থাকার ব্যবস্থা, সম্পূর্ণ রিফান্ড অথবা ফ্রি রিশিডিউল করার সুবিধাও দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি ফ্লাইটে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। সোমবারই দিল্লিগামী AI315 ফ্লাইটটি হংকং থেকে উড়ে ফের মাঝপথে ফিরে যেতে আসতে বাধ্য হয়েছিল। একই দিনে দিল্লি থেকে রাঁচিগামী Air India Express-এর একটি ফ্লাইটও টেকনিক্যাল সমস্যার কারণে ফিরে আসে। এছাড়া, ১৩ জুন এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি ফ্লাইটে বোমা হামলার হুমকি কারণে ফের ফুকেটেই জরুরি ল্যান্ডিং করাতে হয়েছিল বিমানটিকে। সব মিলিয়ে সাম্প্রতিক দুর্ঘটনা ও সমস্যার কারণে প্রশ্নের মুখে পড়ছে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া।

Air India