/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ie-flight.jpg)
প্রতীকী ছবি।
Ahmedabad London flight:যত কাণ্ড আহমেদাবাদেই! মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার AI ১৫৯ বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকেই লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা ছিল। তবে সেই বিমান ছাড়ার আগে বড়সড় বিপত্তি দেখা দেয়। টেক-অফের ছিক আগে বিমানে ত্রুটির কথা জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। শেষমেশ বিমানটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার আহমেদাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI ১৫৯ বিমানটিতে কিছু ত্রুটি থাকার কারণে সেটি বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানে আবারও ত্রুটির খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। ক্ষোভে ফেটে পড়তে থাকেন যাত্রীদের একটি বড় অংশ। যাত্রীদের একাংশ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে তুমুল ক্ষোভ দেখাতে থাকেন বিমানবন্দরের অন্দরেই।
উল্লেখ্য, গত ১২ জুন এই আহমেদাবাদ বিমানবন্দর থেকেই লন্ডনের উদ্দেশে টেক-অফ করেছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। ওড়ার মুহূর্ত পরেই সেটি বিমানবন্দর চত্বরের বাইরে একটি হাসপাতালের উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। ভারতের ইতিহাসে অন্যতম বড় এই বিমান দুর্ঘটনার বলি হয়েছেন কমপক্ষে ২৭৬ জন। আহতও হয়েছেন অনেকে। বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনেরই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে।
ভয়াবহ সেই বিমান দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে। একাধিক কেন্দ্রীয় সংস্থা আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত করছে। এই আবহেই মঙ্গলবার আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটি থাকার কথা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিমানে ঠিক কী ধরনের ত্রুটি ছিল, তা স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুন- Kolkata Airport: মাঝ আকাশে হঠাৎ বিকল ইঞ্জিন? কলকাতায় এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ