Aircraft Crash: গভীর রাতে বাগডোগরায় রানওয়ে ছাড়িয়ে ঘাসজমিতে বায়ুসেনার বিমান, জখম চালক ও ক্রু

Aircraft Crash lands in west bengal bagdogra: এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দ চত্বরে মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এই বিপত্তির জেরে তড়িঘড়ি একটি তদন্ত কমিটি তৈরি করেছে বায়ুসেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Aircraft Crash lands in west bengal bagdogra: বাগডোগরায় বায়ুসেনার বিমান দুর্ঘটনা

Aircraft Crash lands in west bengal bagdogra: বাগডোগরা বিমানবন্দর।

Aircraft Crash lands in west bengal bagdogra: বৃহস্পতিবার গভীর রাতে বাগডোগরা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার বিমান। রাত ১১টা ৫৮মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে বিমানবন্দর চত্বর। ছুটোছুটি শুরু হয়ে যায় বায়ুসেনা, অ্যাম্বুল্যান্স ও দমকলকর্মীদের। জানা যায়, দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার এএন-৩২ বিমান। বায়ুসেনার উদ্ধারকারী দল, দমকলকর্মীরা মিলে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে চালক সহ ৬ জনকে উদ্ধার করে। 

Advertisment

আহতদের একজন চালক এবং একজন ক্রু রয়েছেন। এদের ব্যাংডুবি সামরিক বিভাগের বেস হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বায়ুসেনা কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। দুর্ঘটনার কারণ জানতে ভারতীয় বায়ুসেনা তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করেছে। বায়ুসেনা এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১ টা ৫৮ মিনিটে এএন-৩২ বিমানটি বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে রানওয়ে ছেড়ে প্রায় ঘাসজমির মধ্যে ২২০ ফুট ঢুকে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দ ও ধুলো উড়তে দেখা যায়। 

দুর্ঘটনাস্থলের কাছেই বিমানবাহিনীর ডিভিওআর রয়েছে। খবর পাওয়া মাত্রই বায়ুসেনার দমকল, অ্যাম্বুল্যান্স,
মেডিকেল টিম, উদ্ধারকারী দল, বায়ুসেনার আধিকারিকরা পৌঁছে যান। বিমানের পাইলট, কো পাইলড ও ৪ জন ক্রু সহ মোট ৬ জন ছিলেন। আহত হয়েছেন একজন পাইলট ও একজন ক্রু। তাঁরা সামরিক হাসপাতালে ভর্তি থাকলেও আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। তবে রানওয়েতে দুর্ঘটনা ঘটলেও বাগডোগরা বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল করতে কোনও সমস্যা হয়নি। শুক্রবার সব বিমানই স্বাভাবিক ভাবে চলাচল করেছে। 

আরও পড়ুন- West Bengal News Live:ভোটারদের ইউনিক এপিক নম্বর নিশ্চিতকরণে বিরাট পদক্ষেপ, কমিশনের সিদ্ধান্তে মমতার জয় দেখছে তৃণমূল

Advertisment

অন্যদিকে শুক্রবার হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। দৈনন্দিন প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে। যুদ্ধবিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন চালক।

আরও পড়ুন- Kolkata Weather Today: ভরা ফাল্গুনে ঠান্ডার এই মেজাজ আর কতদিন? একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Bengali News Today Bagdogra Airport news in west bengal news of west bengal