West Bengal News Highlights: নারী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি, ফের ন্যায় বিচারের দাবিতে গর্জে উঠলেন আরজি করের নির্যাতিতার পরিবার

West Bengal News Updates Today 8 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
"RG Kar case,Indian Medical Association,RG Kar Rape and murder case,Doctor's Strike, ,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Updates: নারী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অর্জি আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মায়ের। ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটু সময় বের করলে কৃতজ্ঞ থাকবেন বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করার সময় চেয়েও দেখা করার সুযোগ মেলেনি বলেই জানিয়েছেন নির্যাতিতার মা। আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যে নারীদের নিরাপত্তা-সুরক্ষা কথাগুলি রাজ্যে অচল বলেই দাবি নির্যাতিতার পরিবারের।

Advertisment

 যাদবপুর কাণ্ডে তলব সৃজন ভট্টাচার্যকে, নিয়ে যেতে বলা হয়েছে ছবি-ভিডিও ফুটেজ। তদন্তে সব রকমের সহযোগিতার আশ্বাস। সন্ধ্যা ৬টায় যাদবপুর থানায় দেখা করতে বলা হয়েছে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে। 

আন্তর্জাতিক নারী দিবসে এবার খালেদা জিয়ার দল BNP-র নিশানায় মহম্মদ ইউনূস। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, "আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন নিরাপত্তা ও মর্যাদার প্রতিষ্ঠার কথা বলছি, তখন বাস্তবতা অত্যন্ত হতাশাজনক। দেশজুড়ে নারীদের প্রতি বৈষম্য-অত্যাচারের ঘটনা বেড়েছে। সমাজে নারীদের অধিকার সুনিশ্চিত করতে এখনও অনেক কাজ বাকি আছে।"

আবারও খাস কলকাতা শহরে চাঞ্চল্যকর ঘটনা। কলকাতা দক্ষিণ শহরতলির যাদবপুরের বিজয়গড় এলাকায় এক ক্যাবচালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। লালকার মাঠে পার্কিং নিয়ে বচসার জেরে ওই ক্যাবচালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বুধবার রাতে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল ওই যুবককে। চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। ঘুটিয়ারি শরিফের মাখালতলা এলাকায় গোলবানু বিবি নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় ৭৮৮ গ্রাম হেরোইন। এছাড়াও বেশ কিছু সোনা ও রূপোর গয়না, ব্যাঙ্কের পাসবই সহ নানা গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি দীর্ঘদিন ধরেই এই গোলবানু এলাকায় হেরোইনের ব্যবসা চালাচ্ছিল। সংসার, গৃহকর্মের পিছনেই হেরোইনের কারবার চালাত সে। ওই মহিলার বাড়িতে তল্লাশি ও তাকে গ্রেফতার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। যদিও শেষমেশ তাকে গ্রেফতার করতে পারে পুলিশ। ধৃতকে জেরা করে এই চক্রে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

  • Mar 08, 2025 15:53 IST

    West Bengal News Live:এক ব্যক্তির পৃথক এপিক নম্বরে আলাদা ভোটার কার্ড

    একই ব্যাক্তির দুই নামে দুটি ভোটার কার্ড। যার এপিক নম্বরও আলাদা। স্থানীয় কাউন্সিলর ভোটার তালিকার স্ক্রুটিনি করতে গেলে বিষয়টি সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল বনগাঁর ২০ নম্বর ওয়ার্ডে। বর্তমান তৃণমূল কাউন্সিলর এই ঘটনায় পূর্বতন বাম কাউন্সিলরকে দায়ী করেছেন। যদিও উল্টে শাসকদলের বিরুদ্ধেই কারচুপির অভিযোগ এনেছে বামেরা।

    বিস্তারিত পড়ুন-  Bongaon News: এক ব্যক্তির পৃথক এপিক নম্বরে আলাদা ভোটার কার্ড, বাম-তৃণমূল তরজা তুঙ্গে



  • Mar 08, 2025 14:54 IST

    West Bengal News Live:ভুয়ো ওষুধের বিরুদ্ধে লড়াইয়ের ডাক

    সম্প্রতি নিম্নমানের ওষুধ নিয়ে তুমুল জলঘোলা হয়েছে রাজ্যজুড়ে। জানুয়ারি মাসে ভুয়ো ওষুধ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সেই রিপোর্টে দেখা গিয়েছে সবচেয়ে বেশি ভুয়ো ওষুধ ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। এবিষয়ে বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের অফিসিয়াল মুখপাত্র শ্রী শঙ্খ রায় চৌধুরী বলেন, "ভুয়ো ওষুধের সমস্যা অত্যন্ত গুরুতর। যা দেশের জনগণের স্বাস্থ্য এবং ওষুধ ব্যবসার খ্যাতি দুটিকেই ক্ষতিগ্রস্ত করছে। দ্রুত এবং অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর হিসাব অনুযায়ী, কয়েক বছর আগে, নিম্ন ও মধ্যম আয়ের দেশে অন্তত ১০% ওষুধ অকার্যকর বা ভুয়ো ছিল। গত কয়েক বছরে, এই সংখ্যা প্রায় ৪৭% বৃদ্ধি পেয়েছে এবং এটি ধারণা করা হচ্ছে যে বাজারে উপলব্ধ মোট ওষুধের প্রায় ১৫% ভুয়া, অকার্যকর বা অবৈধ হতে পারে। এই বৃদ্ধি জনস্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।"



  • Mar 08, 2025 14:49 IST

    West Bengal News Live:EZCC-তে 'বঙ্গনারী শক্তি' অনুষ্ঠান

    সল্টলেকের EZCC-তে পালিত হল 'বঙ্গনারী শক্তি' অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র।
     তিনি বলেন, "নারী নিজেই একজন শক্তি। আমরা পিছনে তাকালে দেখতে পাই বিভিন্ন নারীদের কথা যারা সমাজ পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গে নারীরা শক্তি হলেও সেই শক্তিকে ভেঙে দেওয়া হচ্ছে। তাদের সম্মানকে ভুলন্ঠিত করা হচ্ছে। সেই জন্য আমরা সেলফ ডিফেন্সের উপর জোর দিচ্ছি।"



  • Mar 08, 2025 14:45 IST

    West Bengal News Live:'লুঠ' কোটি টাকা, শেষমেশ জালে প্রতারক

    ফোন কলের মাধ্যমে প্রতারণা-সহ নানা উপায়ে সাইবার ক্রাইম (Cyber Crime) ক্রমশ বাড়ছে। পুলিশের তরফে বারবার সচেতন করার পরেও একাংশের জনগণকে তাঁদের হেলদোলহীনতার চড়া মাশুল গুণতে হচ্ছে। কেউ কেউ টাকার লোভে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন, কেউবা না বুঝেই। এভাবেই দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষজন প্রতারিত হচ্ছেন। সাইবার অপরাধীরা মানুষকে 'বোকা' বানিয়ে কোটি-কোটি টাকা প্রতারণা করছে। এর আগে কলকাতা ছাড়াও একাধিক জেলায় সাইবার ক্রাইমের ঘটনা সামনে এসেছে। এবার ফের একবার শহর কলকাতা লাগোয়া সল্টলেকে সাইবার অপরাধের আরও একটি ঘটনা সামনে এসেছে।

    বিস্তারিত পড়ুন- Cyber Crime: মোটা টাকা আয়ের প্রলোভনে ফোন, টোপ গিলতেই 'লুঠ' কোটি টাকা, শেষমেশ জালে প্রতারক



  • Mar 08, 2025 14:27 IST

    West Bengal News Live:পর্তুগাল থেকে মহিলার দেহ ফিরল

    কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তাৎপরতায় ২০ দিন বাদে সুদূর পর্তুগালে খুন হওয়া এক বাঙালি গৃহবধুর কফিনবন্দি মৃতদেহ পৌঁছালো নদীয়ার শান্তিপুরে ওই গৃহবধূর পরিবারের কাছে। মৃত গৃহবধূ কর্মসূত্রে রাঁধুনির কাজে পর্তুগাল গিয়েছিলেন। মৃত ওই গৃহবধূর স্বামী কাজ করতেন ভিন রাজ্যে। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন শান্তিপুরের স্থানীয় বিজেপির যুব মোর্চাকে বিষয়টি জানায় এবং সেখান থেকে রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এরপর ডঃ সুকান্ত মজুমদার নিজে দায়িত্ব নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে পর্তুগালে কর্মরত ওই গৃহবধূর মৃতদেহ শান্তিপুরে পরিবারের কাছে পৌঁছাতে সাহায্য করেন। গৃহবধুর দেহ পরিবার ফিরে পেয়ে তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের পক্ষ থেকে।



  • Mar 08, 2025 13:41 IST

    West Bengal News Live:কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন

    অবশেষে 'ভূতুড়ে ভোটার' বিতর্কে কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। দেশের প্রত্যেক ভোটারের জন্য ইউনিক এপিক নম্বর নিশ্চিত করা হবে বলে জানিয়ে দিল কমিশন। তিন মাসের মধ্যে এর প্রাথমিক কাজ শুরু হবে বলে জানিয়েছে কমিশন। এদিকে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হিসেবে দেখছে তাঁর দল। সম্প্রতি ভুয়ো ভোটার নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন। তাঁরই নির্দেশে তৃণমূল নেতৃত্ব রাজ্যজুড়ে 'ভূতুড়ে ভোটার' ধরতে পথে নেমেছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। তবে অবশেষে বিষয়টিতে কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন।



  • Mar 08, 2025 13:15 IST

    West Bengal News Live:দম্পতির গলা-কাটা মৃতদেহ উদ্ধার

    এ যেন ফের কলকাতার ট্যাংরা, কসবা-কাণ্ডেরই পুনরাবৃত্তি! দম্পতির গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের কুলটির আলডি গ্রামে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বিপুল পরিমাণে ঋণের দায় থেকে চিরতরে মুক্তি পেতে স্বামী স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে।  

    বিস্তারিত পড়ুন- Asansol News: হাড়হিম ঘটনা কুলটিতে! দম্পতির গলা-কাটা মৃতদেহ উদ্ধার



  • Mar 08, 2025 12:40 IST

    West Bengal News Live:ফের মেট্রো বন্ধে হয়রানি

    আবারও ইস্ট ওয়েস্ট মেট্রো (East-West Metro) রুটে বন্ধ পরিষেবা। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যে সাতটা পাঁচ মিনিট থেকে বন্ধ হয়ে গিয়েছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা। জানা গিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত এই রুটে পরিষেবা বন্ধ থাকবে। এই রুটে যাবতীয় সিগনালিংয়ের কাজের অডিটের জন্যই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



  • Mar 08, 2025 10:16 IST

    West Bengal News Live:পুলিশকেই দায়ী করলেন সৌগত

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশকেই দায়ী করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা ইস্যুতে সৌগত রায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘুরিয়ে তিনি ওই ঘটনার জন্য নিশানা করেছেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তকেও। তাঁর কথায়, "ব্রাত্যকে কেন পুলিশ বাঁচাতে পারল না। তা আমি জানিনা। শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ঢুকতে একটু ভয় পায়। উপাচার্য যদি না বলে সাধারণত ওরা অ্যাকশন নেয় না। সেই জন্যই ওরা নেয়নি।" 



  • Mar 08, 2025 10:07 IST

    West Bengal News Live:বঙ্গতনয়ার অভূতপূর্ব কীর্তিকে অনন্য সম্মান রাষ্ট্রপতির

    বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মাছ। তাই বাঙালিদের মাছে-ভাতে বাঙালি বলা হয়ে থাকে। সেই মাছ অর্থাৎ মৎস চাষ নিয়ে গবেষণায় গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া বাঙালি কন্যা রিনা চক্রবর্তীকে সন্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day 2025) প্রক্কালে বাংলার এক চাষির কন্যার এই সাফল্যে গর্বিত আপামোর বাঙালি। 

    বিস্তারিত পড়ুন- International Women’s Day 2025:গোটা বিশ্বে সাড়া ফেলেছেন, বঙ্গতনয়ার অভূতপূর্ব কীর্তিকে অনন্য সম্মান রাষ্ট্রপতির



  • Mar 08, 2025 09:22 IST

    West Bengal News Live:ভরা ফাল্গুনে ঠান্ডার এই মেজাজ আর কতদিন?

    ভরা ফাল্গুন মাসে আবহাওয়ার এমন পরিবর্তন শেষ কবে দেখেছেন বঙ্গবাসী তা মনে পড়ছে না। সকাল-সন্ধেয় রীতিমতো ঠান্ডার আমেজ রাজ্য জুড়ে। দুপুরে সামান্য গরমের অনুভূতি মিললেও, বিকেল নামতেই পাল্টে যাচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী দিন দুয়েক তাপমাত্রার বিশেষ একটা হেরফের হবে না। তবে তারপর থেকে চড়বে পারদ।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: ভরা ফাল্গুনে ঠান্ডার এই মেজাজ আর কতদিন? একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস



  • Mar 08, 2025 09:21 IST

    West Bengal News Live:রানওয়ে ছাড়িয়ে ঘাসজমিতে বায়ুসেনার বিমান

    বৃহস্পতিবার গভীর রাতে বাগডোগরা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার বিমান। রাত ১১টা ৫৮মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে বিমানবন্দর চত্বর। ছুটোছুটি শুরু হয়ে যায় বায়ুসেনা, অ্যাম্বুল্যান্স ও দমকলকর্মীদের। জানা যায়, দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার এএন-৩২ বিমান। বায়ুসেনার উদ্ধারকারী দল, দমকলকর্মীরা মিলে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে চালক সহ ৬ জনকে উদ্ধার করে।

    বিস্তারিত পড়ুন-  Aircraft Crash: গভীর রাতে বাগডোগরায় রানওয়ে ছাড়িয়ে ঘাসজমিতে বায়ুসেনার বিমান, জখম চালক ও ক্রু



Jadavpur University Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal