Advertisment

TMC warns Lovely Maitra: প্রকাশ্যে 'বদলা' মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল, লাভলি মৈত্রকে সতর্ক করল শীর্ষ নেতৃত্ব

TMC warns Lovely Maitra: প্রকাশ্যে বদল নয়, বদলা মন্তব্য করে শীর্ষ নেতৃত্বের রোষে পড়েছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তাঁকে বিতর্কিত মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Lovely Maitra, TMC, AITC, RG Kar Case

R G Kar Hospital Incident: আরজি কর কাণ্ডে অস্বস্তি লেগেই রয়েছে তৃণমূল কংগ্রেসের। রাজ্যের শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দুই বিধায়ক কাঞ্চন মল্লিক এবং লাভলি মৈত্রর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনার ঝড় বয়েছে। এই আবহেই লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সোমবারই সমাজমাধ্যমে দলীয় জনপ্রতিনিধিদের কুকথায় রাশ টেনে বিনয়ী হওয়ার পরামর্শ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই লাভলিকে সতর্ক করল দল।

Advertisment

সোমবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি। সেখানেই তিনি বিরোধীদের উদ্দেশে ‘বদলা নেওয়ার’ হুঁশিয়ারি দেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্যের জেরে বিরোধীরা তো বটেই, নাগরিক সমাজের তরফেও ব্যাপক সমালোচনা হয়। তার পরই লাভলিকে দলের শীর্ষ নেতৃত্বের তরফে সতর্ক করা হয়।

কী বলেছেন লাভলি মৈত্র?

জানা গিয়েছে, লাভলিকে নিয়ে সোনারপুরেরই তৃণমূল কর্মীদের বিস্তর অভিযোগ রয়েছে। তাঁর কর্মপদ্ধতি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে একাধিক অভিযোগ জানান কর্মীরা। লাভলিকে এই বিষয়ে সতর্কও করেছিল তৃণমূল। সোমবার সোনারপুরের কর্মসূচি থেকে লাভলি বলেন, 'বদল তো ২০১১-তে হয়েছিল। ২০২৪-এ বদলা হবে।' এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙুল কীভাবে নামাতে আমরা খুব ভাল ভাবে জানি।' 

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে লাভলি বলেন, বদলা না নেওয়ার কারণেই তাঁরা এখনও ঘুরে বেড়ান। মঙ্গলবারই লাভলির মন্তব্যের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সায়ন। 

আরও পড়ুন নির্যাতিতার মৃত্যু হলে ধর্ষকের ফাঁসি, ২১ দিনেই তদন্ত শেষ, ধর্ষণ-বিরোধী কড়া বিল রাজ্যের

উল্লেখ্য, সোমবারই জুনিয়র ডাক্তারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন নিজের কৃতকর্মের লজ্জিত কাঞ্চন মল্লিক। এবার লাভলিকেও সতর্ক করল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন 'হতে হবে আরও নম্র এবং সহানুভূতিশীল', কুকথায় রাশ টেনে বিনয়ী হওয়ার বার্তা অভিষেকের

abhishek banerjee West Bengal AITC Lovely Maitra tmc Mamata Banerjee
Advertisment