Santanu Sen and Arabul Islam Suspended from TMC: তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হল তাঁদের। এমনই জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁর বক্তব্য, এরা দলের শৃঙ্খলা-বিরোধী নানারকম কাজ করছিলেন। যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
গত বছর আগস্টে আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলে দলকে অস্বস্তির মধ্যে ফেলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। সম্প্রতি রোগীকল্যাণ সমিতি চেয়ারম্যান পদ থেকেও সরানো হয় তাঁকে।
অন্যদিকে, জামিন পাওয়ার পরও ভাঙড়ে কোণঠাসা হয়ে পড়েন আরাবুল ইসলাম। গত ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের সময় গোষ্ঠীসংঘর্ষে জড়ান আরাবুল। প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে পাথর ছোড়েন তৃণমূলের অপর গোষ্ঠীর কর্মীরা। তাঁরা বিধায়ক শওকত মোল্লার অনুগামী বলে পরে জানা যায়।
আরও পড়ুন ১৮ জানুয়ারি আরজি কর রায়, ফিরে দেখা গত ৫ মাসের দিনলিপি
এই ঘটনায় শওকতকেই দায়ী করেন আরাবুল। আরাবুল জানিয়েছিলেন, এই বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাবেন তিনি। কিন্তু এদিন তাঁকেই সাসপেন্ড করল দল।
এদিকে, শান্তনু কী দলবিরোধী কাজ করেছেন তা জানেনই না বলে দাবি। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি বুঝেই উঠতে পারছি না, দলের বিরুদ্ধে কী পদক্ষেপ করলাম! সকাল থেকে রাত পর্যন্ত দলের কথা ভেবেছি। পেশার কাজের বাইরে কেবল তৃণমূলের কাজ করেছি। তার পরেও কেন এই পদক্ষেপ, বুঝতে পারছি না।'