Birbhum News: বিয়েতে বন্ধ গান-বাজনা! তালেবানি কায়দায় ফতেয়া জারি বাংলায়, তুমুল বিতর্কে অস্বস্তিতে প্রশাসন

Birbhum News: বিয়ে হোক অথবা কোন সামাজিক অনুষ্ঠান, গ্রামে কোনরকম বাদ্যযন্ত্র বাজানো যাবে না। নিষিদ্ধ মদ, গাঁজা সহ যেকোনো মাদক দ্রব্য। শনিবার এমনই ফতোয়া জারি করা হয়েছে।

author-image
Ashis Kumar Mondal
New Update
alcohol any kind of musical instrument ban in Nalhati birbhum news in bengali

বিয়েতে বন্ধ গান-বাজনা! তালেবানি কায়দায় ফতেয়া জারি বাংলায়

Birbhum News: গ্রামে বাজানো যাবে না বাদ্যযন্ত্র, ফতোয়া মুরুব্বিদের। তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর বিতর্ক। 

Advertisment

বিয়ে হোক অথবা কোন সামাজিক অনুষ্ঠান, গ্রামে কোনরকম বাদ্যযন্ত্র বাজানো যাবে না। নিষিদ্ধ মদ, গাঁজা সহ যেকোনো মাদক দ্রব্য। শনিবার এমনই ফতোয়া জারি করা হয়েছে মুর্শিদাবাদ সীমান্তে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের কুমারসন্ডা গ্রামে।
    
এদিন কুমারসন্ডা গ্রামের গ্রামের মাদ্রাসায় বৈঠকে বসেন গ্রামের মাতব্বররা । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামে বিয়ে, খাতনা, কিংবা যে কোন সামাজিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। 

নিয়ম অমান্য করলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। সেই সঙ্গে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে। অর্থাৎ তাকে মসজিদে যেতে দেওয়া হবে না। সেই সঙ্গে গ্রামে মদ  নিয়ে প্রবেশ করা যাবে না। এই ফতোয়া অবশ্য মেনে নিয়েছেন গ্রামবাসীরা। 

গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শেখ বলেন, “গ্রামে বাদ্যযন্ত্র বাজানো যাবে না। মদ খেয়ে মাতলামি, জুয়া খেলা সব বন্ধ। গ্রামের মুরুব্বিদের এই সিদ্ধান্ত সকলে মেনে নিয়েছি”।

Advertisment

রাজ্যে ফের অস্ত্রভান্ডারের হদিশ, কলকাতা থেকে ক্যানিং, কোন পথে পাচার? তদন্তে STF

এনিয়ে নলহাটি ২ নম্বর ব্লকের বিডিও রজত রঞ্জন দাস বলেন “আমার কাছে এরকম কোন অভিযোগ জমা পরেনি। আমি পঞ্চায়েতের মাধ্যমে খোঁজখবর নিয়ে দেখছি”।

ন-পাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রিপন শেখ বলেন, “আমার কাছে এরকম কোন খবর নেই। ওই গ্রামে আমাদের সাংসদ শতাব্দী রায়ের কার্য্যালয় রয়েছে। গ্রামবাসীরা যদি এরকম কোন সিদ্ধান্ত নেন তাহলে আমাদের মেনে নিতে হবে”।

রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে বলেন, "এমন ফতোয়া কেউ দিতে পারেন না। আমি খোঁজ নিয়ে দেখছি।"

Birbhum