West Bengal News Highlights: রাজ্যে ফের অস্ত্রভান্ডারের হদিশ, কলকাতা থেকে ক্যানিং, কোন পথে পাচার? তদন্তে STF

West Bengal News Updates Today 15 Feb, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
kolkata STF

রাজ্যে ফের অস্ত্রভান্ডারের হদিশ, কলকাতা থেকে ক্যানিংয়ে কীভাবে এল বিপুল গোলাবারুদ? তদন্তে STF Photograph: (ফাইল ছবি)

Latest West Bengal News Updates: জীবন তলায় উদ্ধার ১৯০ রাউন্ড কার্তুজ। একই সঙ্গে  উদ্ধার 7MM পিস্তল, কার্তুজ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালাবাজারের নাকের ডগায় বৈধ কার্তুজের দোকান থেকেই বিপুল পরিমাণ কার্তুজ দুষ্কৃতীদের হাতে পৌঁছে গিয়েছে। বৈধ দোকান থেকে কীভাবে অবৈধ ভাবে এত বিপুল পরিমাণ কার্তুজ বিক্রি করা হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এসটিএফের গোয়েন্দারা। ধৃতদের মধ্যে একজন ওই দোকানের কর্মী বলেই জানা গিয়েছে। 

Advertisment

বাংলাদেশকে আর বিদ্যুতের জন্য কোনও ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। সংবাদ সংস্থা রায়টার্স জানিয়েছে, বিদ্যুৎ সংক্রান্ত টাকা আরও কিছুদিন বকেয়া রাখতে আদানি গোষ্ঠীর কাছে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। তবে মহম্মদ ইউনুসের সরকারের সেই আবেদন একেবারে খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। ঝাড়খণ্ডে আদানিদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গোটা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি গোষ্ঠী।

বাংলা সংগীত জগতে এ এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন কিংবদন্তী সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। ৮২ বছর বয়সে প্রয়াত প্রবীণ শিল্পী। গত সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ITU-তে স্থানান্তরিত করা হয়েছিল। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই খ্যাতনামা সংগীত শিল্পী। দিন কয়েক আগেই হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, RSS প্রধান মোহন ভাগবতের সভায় শর্তসাপেক্ষে সাউন্ড বক্স ব্যবহারের অনুমতি দিয়েছি কলকাতা হাইকোর্ট। পরীক্ষার্থীদের অসুবিধে না করে পূর্ব বর্ধমানের মাঠে ওই সভা করা যাবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ আদালত। তবে মাঠে শব্দ মাত্রা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে প্রশাসন এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। আগামীকাল অর্থাৎ রবিবার পূর্ব বর্ধমানের ওই মাঠে সভা করবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

  • Feb 15, 2025 15:25 IST

    West Bengal News Live:অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী

    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পূর্ব বর্ধমানে এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তড়িঘড়ি তাঁকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশই দ্রুত ওই চাত্রীকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায়। পূর্ব বর্ধমানের জামালপুরে সেলিমাবাদ হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিলেন ওই ছাত্রী। অসুস্থতা বোধ করায় অঙ্কিতা সাঁতরা নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 



  • Feb 15, 2025 15:19 IST

    West Bengal News Live:শ'য়ে শ'য়ে পরীক্ষার্থী মাধ্যমিকে বসলেনই না

    ছাত্র-ছাত্রীদের জীবনে মাধ্যমিক পরীক্ষা অন্যতম প্রধান বড় পরীক্ষা। সেই পরীক্ষায় বসার জন্য পূর্ব বর্ধমান জেলার সমস্ত স্কুলের পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছিলেন। তবে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন বহু পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের গরহাজিরা চিন্তায় ফেলে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কর্তা-ব্যক্তিদের। পর্ষদের তথ্য অনুযায়ী জেলার ১২৪টি পরীক্ষা কেন্দ্রের ৮৪৭ জন পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষার দিন হাজির হননি পরীক্ষাকেন্দ্রে। 

    বিস্তারিত পড়ুন- Madhyamik 2025: অ্যাডমিট নিয়েও শ'য়ে শ'য়ে পরীক্ষার্থী মাধ্যমিকে বসলেনই না, কারণ নিয়ে ধন্দ তুঙ্গে



  • Advertisment
  • Feb 15, 2025 14:55 IST

    West Bengal News Live: কলকাতায় অগ্নিকাণ্ড

    কলকাতা শহরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। ইএম বাইপাস সংলগ্ন আরুপোতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আরুপোতায় গ্যারেজে ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে বিধ্বংসী রূপ নেয় আগুন। গ্যারেজে থাকা পরপর একাধিক গাড়ি পুড়ে ছাই। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের তিনটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নেমে পড়ে। আগুন নেভানোর কাজে সাহায্য করেন স্থানীয়রাও। 



  • Feb 15, 2025 12:49 IST

    West Bengal News Live: 'মোদীজিই বাংলাদেশের সমস্যা মেটাবেন', আশাবাদী দিলীপ

    বাংলাদেশের সমস্যা নরেন্দ্র মোদীর নেতৃত্বেই মিটবে বলে আশাবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি এদিন সংবাদসংস্থা ANI-কে বলেন, "ট্রাম্পেরও মোদীজির উপর পুরো ভরসা আছে। দুনিয়ার পলিটিক্স হ্যান্ডল করছেন মোদীজি। শান্তির জন্য কাজ করছেন মোদীজি। মোদীজির দ্বারাই ওখানকার (বাংলাদেশ) সমস্যার সামাধান হবে। বাংলাদেশে কিছু বদমায়েশ লোকজন আছেন, যাঁরা সমস্যা তৈরি করছেন। তাঁরা সীমান্তে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। কেন্দ্র দেখছে। কিছুদিনের মধ্যেই এসব ঠান্ডা হয়ে যাবে।"



  • Feb 15, 2025 12:35 IST

    West Bengal News Live: চাকরির জন্য পার্থকে নামের সুপারিশ কাদের?

    প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে CBI, এমনই খবর সূত্রের। সূত্রের দাবি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে চাকরির জন্য নাকি বেশ কিছু নামের সুপারিশ করেছিলেন বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। শুধু তাই নয়, চাকরিপ্রার্থীদের বেশ কিছু নাম সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সুপারিশ করেছিলেন বর্তমানে BJP-র ডাকসাইটে নেত্রী ভারতী ঘোষ ও। তালিকায় নাম রয়েছে শিউলি সাহা, মমতা বালা ঠাকুরদের মতো তৃণমূল নেত্রীদেরও।

    বিস্তারিত পড়ুন- Partha Chatterjee: প্রাথমিকে চাকরির জন্য পার্থকে নামের সুপারিশ শুভেন্দুর ভাই দিব্যন্দু, ভারতী ঘোষের



  • Feb 15, 2025 11:08 IST

    West Bengal News Live: বিশ্বভারতীতে বসন্ত উৎসব ১১ মার্চ

    বিশ্বভারতীতে বসন্ত উৎসব হবে আগামী ১১ মার্চ। এবারও গতবারের মতো সাবেকি প্রথায় অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব (Basanta Utsav)। সেখানে একমাত্র বিশ্বভারতীর সঙ্গে যুক্তরাই অংশগ্ৰহণ করতে পারবেন। এবারও সর্বসাধারণের প্রবেশ নিষেধ বিশ্বভারতীর বসন্ত উৎসবে। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বসন্ত উৎসব নিয়ে কর্মীমণ্ডলীর বৈঠক বসেছিল। সেই বৈঠকে উপাচার্য বিনয় কুমার সোরেন-সহ পাঠভবন, শিক্ষাসত্র সহ বিভিন্ন ভবনের অধ্যক্ষ এবং আধিকারিকরা ছিলেন। সেখানেই বসন্ত উৎসব পরিচালনা নিয়ে বিশদে আলোচনা হয়। ঠিক হয়েছে, গতবারের মতো এবারও বিশ্বভারতীর বসন্ত উৎসবে বাইরের কাউকে থাকার অনুমতি দেওয়া হবে না। 

    বিস্তারিত পড়ুন- Basanta Utsab: বিশ্বভারতীতে বসন্ত উৎসব ১১ মার্চ, এবারও বহিরাগতদের প্রবেশ নিষেধ



  • Feb 15, 2025 10:42 IST

    West Bengal News Live: কাজল শেখের মন্তব্যে বিতর্কের ঝড়

    নানুরের বাসাপাড়ায় নিহত তৃণমূল নেতা সোনা চৌধুরীর স্মরণসভায় বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। নানুরের বিধায়ক ও এলাকায় দলের ব্লক সভাপতিকে পাশে বসিয়ে কাজল বলেন, “অনেক বড় বড় নেতা এখন উঠেছে। তারা বড় বড় ভাষণ দিচ্ছে। বলছে নানুরে এই করেছি ওই করেছি। তাদের বলব একটু খতিয়ান সাবমিট করুন। আবার কোনও নেতা-মন্ত্রী নতুন উঠেছে। তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলব তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো। দলটা কাজল শেখ ১৯৯৩ সাল থেকে করছে। অনেক মিথ্যা কেস আমাকে দেওয়াও হয়েছে।”



  • Feb 15, 2025 10:38 IST

    West Bengal News Live:দেউচা-পাঁচামিতে গাছ লাগানো শুরু

    দেউচা-পাঁচামি কয়লাখনি এলাকায় এবার গাছ প্রতিস্থাপনের কাজ শুরু করল প্রশাসন। হায়দ্রাবাদের একটি সংস্থাকে দিয়ে সুচারুভাবে গাছ প্রতিস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন জেলা শাসক বিধান রায়। গত ৬ ফেব্রুয়ারি থেকে দেওচা-পাঁচামির চাঁদা মৌজায় শুরু হয়েছে খননকাজ। শুরুতেই আদিবাসীদের বাধার মুখে পড়ে প্রশাসন। পড়ে রাত থেকে খনন কাজ শুরু করা হয়। প্রথম পর্যায়ে পুলিশি ঘেরাটোপে ৩২৬ একর জমিতে লালমাটি তুলে কালো পাথর স্তর পর্যন্ত পৌঁছোনো গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কালো পাথর তোলার পরেই মিলবে কয়লার সন্ধান। অন্যদিকে, প্রশাসনের আশ্বাস মতো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ প্রতিস্থাপনের কাজও শুরু হয়েছে।



  • Feb 15, 2025 10:36 IST

    West Bengal News Live:ATM থেকে টাকা তুলতে গিয়ে সর্বশান্ত গ্রাহক

    এটিএম থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায়। ওই এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM কাউন্টার রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেই এটিএম কাউন্টার থেকেই একাধিক গ্রাহকের লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে বলে আশঙ্কা সাইবার বিশেষজ্ঞদের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে সার্ভে পার্ক থানার পুলিশ।

    বিস্তারিত পড়ুন- ATM থেকে টাকা তুলতে গিয়ে সর্বশান্ত গ্রাহক, বিরাট জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা গায়েব



  • Feb 15, 2025 09:34 IST

    West Bengal News Live:ইতিহাস গড়ল SSKM হাসপাতাল!

    এক কথায় এ এক নজিরবিহীন সাফল্যের শিখর স্পর্শ কলকাতার SSKM হাসপাতালের। কেউ কেউ বলছেন এটা একটা বিশ্ব রেকর্ড তৈরি হয়ে গিয়েছে। মাত্র পাঁচ দিনে ১৮৫ জনের গলব্লাডার অপারেশন করেছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। আধুনিক পদ্ধতিতে চিকিৎসার পর প্রত্যেক রোগী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চাইছেন এবার এই সংখ্যাটা ২০০-এ নিয়ে যেতে।


    বিস্তারিত পড়ুন- SSKM Hospital: ইতিহাস গড়ল SSKM হাসপাতাল! অভাবনীয় তৎপরতায় বেনজির সাফল্যের শিখর স্পর্শ



  • Feb 15, 2025 08:50 IST

    West Bengal News Live:বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

    আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই তাপমাত্রার পতনে ঠাণ্ডার অনুভূতি ফিরেছে শহর থেকে জেলায়। এরই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে শহর কলকাতার পাশাপাশি বেশ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কবে থেকে আবহাওয়ায় এই বদল? বৃষ্টি চলবে কতদিন?

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:তাপমাত্রার পতনে ফিরল শীতের মেজাজ, টানা বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?



partha chatterjee Bengali News Today West Bengal News news in west bengal news of west bengal Bangladesh Crisis