এসপি সিনহার জামিন মামলায় সিবিআইকে তীব্র ভাষায় ভর্ৎসনা আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারকের। এদিন ফের একবার আদালতে তাঁর মক্কেলের জামিনের আবেদন করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী। পাল্টা জামিনের বিরোধিতা করেন সিবিআই আইনজীবী। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আজকের বিরোধিতায় ক্ষুব্ধ বিচারক। 'কেন একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন? জামিন দিলে ওরা কি নাচবে?' সিবিআইকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারকের।
রাজ্যে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিহাকে। একের পর এক মামলায় আষ্ঠেপৃষ্ঠে তাঁকে বেঁধেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয় শান্তিপ্রসাদ সিনহাকে। এদিন তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে তার বিরোধিতায় সরব হয় সিবিআই।
বিচারকের উদ্দেশ্যে সিবিআই আইনজীবী বলেন, 'এসপি সিনহা প্রভাবশালী। তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত করতে পারেন। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তদন্তের কাজ রয়েছে।' এদিন ফের একবার এসপি সিনহার জেল হেফাজতের আবেদন জানান সিবিআই আইনজীবী।
আরও পড়ুন- ফুঁসছে তিলজলা, শিশুকন্যা খুনে বন্ডেল গেটে রেল অবরোধ, পিকনিক গার্ডেনেও ধুন্ধুমার
সিবিআই আইনজীবীর এই মন্তব্যে বেজায় চটেছেন বিচারক। কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে কার্যত তুলোধনা করে বিচারক এদিন বলেন, 'একই টেপ রেকর্ডার বাজ্জাচ্ছেন আপনারা। কেন বলছেন জেল হেফাজত চাই? তদন্ত করতে না পারলে বলে দিন, জামিন পেলে কি ওরা নাচবে?'
আরও পড়ুন- সামনের এপ্রিল মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ, ঝটপট দেখে নিন ছুটির তালিকা!
এদিকে, এই মামলায় জামিন পেলেও অন্য মামলায় এসপি সিনহা জেলেই থাকবেন, তাহলেও কেন প্রাক্তন এসএসসি কর্তার জামিনের বিরোধিতা করছে সিবিআই? তার স্পষ্ট ব্যাখ্যা চান বিচারক। এরপরেই সিবিআই আইনজীবী বিচারকের উদ্দেশ্যে বলেন, 'আপনাকে কেস ডায়েরি দিয়ে দিচ্ছি। আপনিই দেখে নিন কেন আমরা জামিনের বিরোধিতা করছি।'