'সমস্ত সীমা অতিক্রম করেছে...', মোদীর মায়ের AI ভিডিও নিয়ে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা; কংগ্রেসকে নিশানা বিজেপির

কংগ্রেসের 'ভোট অধিকার যাত্রার' সময়, ইন্ডিয়া জোটের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীর মাকে 'নিয়ে ককথা' কান্ডে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিশানায় মোদীর প্রয়াত মা হীরাবেন মোদী।

কংগ্রেসের 'ভোট অধিকার যাত্রার' সময়, ইন্ডিয়া জোটের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীর মাকে 'নিয়ে ককথা' কান্ডে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিশানায় মোদীর প্রয়াত মা হীরাবেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
ai-video-pm-modi-mother-congress-bjp-row

মোদীর মায়ের AI ভিডিও নিয়ে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা

'সমস্ত সীমা অতিক্রম করেছে...', প্রধানমন্ত্রী মোদীর মায়ের কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও নিয়ে তুঙ্গে রাজনৈতিক লড়াই; কংগ্রেসকে নিশানা বিজেপির। 

Advertisment

কংগ্রেসের 'ভোট অধিকার যাত্রার' সময়, ইন্ডিয়া জোটের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীর মাকে 'নিয়ে ককথা' কান্ডে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিশানায় মোদীর প্রয়াত মা। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় একটি এআই ভিডিও শেয়ার করেছে, যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেস প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর প্রয়াত মাকে ইচ্ছাকৃতভাবে বারে বারে টার্গেট করছে।

সম্প্রতি,রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে একটি ভোটাধিকার মিছিল বের করেছে। এই মিছিলের সময়, ইন্ডিয়া জোটের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীর মাকে নিয়ে কুকথা বলা হয় হয়ে অভিযোগ সামনে আসে। যাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় একাধিক রাজ্যে। এই বিতর্কের মধ্যেই, কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় একটি AI-জেনারেটেড ভিডিও শেয়ার করেছে।

Advertisment

কংগ্রেসের শেয়ার করা এই ভিডিওটি নিয়ে বিজেপি স্বভাবতই বেশ ক্ষুব্ধ। প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর প্রয়াত মায়ের বিরুদ্ধে কংগ্রেসের 'নতুন' প্রচারের প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছে বিজেপি। এর পাশাপাশি, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে 'সমস্ত সীমা অতিক্রম' করার অভিযোগও করেছে। বিজেপি বলেছে যে কংগ্রেস রাজনৈতিক দিক থেকে সব শালীনতাকে ছাড়য়ে গেছে। 

publive-image

বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন যে কংগ্রেস আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে 'অপমান' করছে। এটি আর গান্ধীর কংগ্রেস নেই; এটি 'গালিগালাজের কংগ্রেসে' পরিণত হয়েছে। বিজেপি নেতা ও সাংসদ রাধা মোহন দাস আগরওয়াল বলেন, "প্রধানমন্ত্রী সবসময় পরিবারকে রাজনীতির বাইরে রেখেছেন। কংগ্রেস শুধু প্রধানমন্ত্রীর মাকে অপমান করেই ক্ষান্ত হয়নি, এবার তারা এআই প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি শুধু প্রধানমন্ত্রী নয়, দেশের সব মায়ের প্রতি অপমান।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী বলেছেন, "রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে অপমান করেই চলেছে। বিহারের জনগণ আরজেডি এবং কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে যারা বিহারের মা ও বোনদের অপমান করছে"!

আরও পড়ুন- হিংসা বিধ্বস্ত মণিপুর সফরে মোদী, কী বার্তা প্রধানমন্ত্রীর? নজর ১৪০ কোটি দেশবাসীর

modi