হিংসা বিধ্বস্ত মণিপুর সফরে মোদী, কী বার্তা প্রধানমন্ত্রীর? নজর ১৪০ কোটি দেশবাসীর

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় ২৬০ জন নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় ২৬০ জন নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
modi

হিংসা বিধ্বস্ত মণিপুর সফরে মোদী

মণিপুর সহ উত্তর-পূর্বের তিনটি রাজ্য সফরে প্রধানমন্ত্রী মোদী। অসম সহ উত্তর-পূর্বের তিন রাজ্য সফরে একাধিক প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। হিংসা শুরুর পর এটিই হতে চলেছে মোদীর প্রথম মণিপুর সফর। এই সময়, প্রধানমন্ত্রী আগামীকাল,১৩ সেপ্টেম্বর মণিপুরের চুরাচাঁদপুর থেকে ৭৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০২৩ সাল থেকে জাতিগত হিংসার পর মোদীর প্রথম সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী মেইতি অধ্যুষিত ইম্ফল থেকে ১,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। 

Advertisment

আরও পড়ুন- ফের শিরোনামে যাদবপুর, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যময় মৃত্যু! পুকুরে মিলল দেহ

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় ২৬০ জন নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল প্রধানমন্ত্রী মোদী প্রতিবেশী মিজোরামে তার সরকারি সফরের পাশাপাশি মণিপুর সফর করবেন, তবে সরকার বা বিজেপির পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ইম্ফলে লাগানো হোর্ডিংগুলিতে প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। মণিপুরের বিজেপি নেতা লেইশেম্বা সানাজাওবা প্রধানমন্ত্রীর এই সফরকে জনগণ এবং রাজ্যের জন্য "বিশেষ গুরুত্বপূর্ণ" বলে উল্লেখ করেছেন।

Advertisment

আরও পড়ুন- খাস কলকাতার বুকে বন্দুক উঁচিয়ে দুষ্কৃতী দৌরাত্ম্য! চলল গুলি, গ্রেফতার ৩

ইতিমধ্যে, ইম্ফল ও চুরাচাঁদপুরের আশেপাশে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।  কেন্দ্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের একটি দলও চুরাচাঁদপুরে পৌঁছেছে। প্রধানমন্ত্রী মোদীর মণিপুর সফরের আগে, শীর্ষ সামরিক কর্মকর্তারা ভারত-মিয়ানমার সীমান্তের  বিভিন্ন জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মণিপুরের কুকি-অধ্যুষিত চুরাচাঁদপুর জেলার দুটি স্থানে দুষ্কৃতিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। দুষ্কৃতিরা রাস্তায় ব্যানার এবং কাটআউট ছিঁড়ে ফেলে। ব্যারিকেড ভেঙে ফেলে। নিরাপত্তা কর্মীদের উপর পাথর ছোঁড়ার ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানেই মহামায়ার আরাধনা! মহিলাদের এই দুর্গাপুজো এবার পড়ল তিন বছরে

মিজোরামের রাজধানী আইজলকে  গুয়াহাটি এবং কলকাতার সঙ্গে সংযুক্ত করে  তিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বৈরাবি-সাইরাং নতুন রেল প্রকল্পের উদ্বোধন করবেন এবং তিনটি নতুন ট্রেনের যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রী মোদী উত্তর-পূর্ব রাজ্যগুলির সফরের সময় অসমেও  যাবেন। সেখানে তিনি ১৮,০০০ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Manipur modi