Naihati Protest: ১৪ অগাস্ট রাত রখলে আরজি কর হাসপাতালে তাণ্ডবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে। তার পরও হুঁশ ফেরেনি পুলিশের। গতকাল তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনে হামলার ঘটনা তারই প্রমাণ। আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদ অব্যাহত। পথে নেমে বিক্ষোভে সামিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ। জুনিয়ার ডাক্তারদের আন্দোলন অব্যাহত। এর মাঝে গতকাল বিভিন্ন জায়গায় স্কুলের প্রাক্তনীদের মিছিল হয়। নৈহাটিতে সেই মিছিলেই হামলার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।
Mamata Banerjee: আরজি কর প্রতিবাদে নাভিশ্বাস সরকারের, পুজো-উৎসবে ফেরার বার্তা মমতার
তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে রবিবার নৈহাটির ৮টি স্কুলের প্রাক্তনীরা মিছিল করেন। অভিযোগ, সেই সময় তৃণমূলেরও একটি মিছিল আসছিল। হঠাৎ করেই সেই মিছিল থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের মিছিলে হামলা করে। ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই খবর। অনেকের অভিযোগ হামলার পাশাপাশি অনেকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে।
এদিকে গতকালের হামলার তীব্র নিন্দা জানিয়ে এক্স এক পোস্টে রাজ্যের শাসকদলের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তিনি লিখেছেন,"এই ধরনের কর্মকাণ্ড জনগণের আন্দোলনকে রুখে দেওয়ার প্রচেষ্টার পাশাপাশি শাসকের হতাশার প্রকাশ"। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের দুবৃত্তরা মহিলাদেরও রেহাই দেয়নি এবং এমনকি তাদের শ্লীলতাহানিও করা হয়েছে। নৈহাটি টাউন টিএমসি সভাপতি সনৎ'দের নির্দেশে পাঁচ কাউন্সলিরের দলবল তাদের উপর হামলা করে"।
Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মমতার, মুখ খুললেন CP-র ইস্তফা ইস্যুতেও
Yesterday, a Protest March was held in Naihati; North 24 Parganas district, seeking justice for the RG Kar PGT Lady Doctor.
— Suvendu Adhikari (@SuvenduWB) September 9, 2024
Suddenly, some miscreants turned violent and started a commotion and eventually beat up the protestors. They didn't even spare the Ladies and even roughed… pic.twitter.com/JbzB0yq57K
এবিষয়ে নৈহাটি টাউন টিএমসি সভাপতি সনৎ'দে বলেন, "প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী রঞ্জিত কুন্ডুর মেয়ে ইন্দ্রানি কুন্ডু মিছিলে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন, এই নিয়ে বচসা হয়। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। দাঁড়িয়ে পড়ে ৪টি অ্যাম্বুলেন্স। বেশ কয়েকটি রুট বাস সেখানে আটকে পড়ে। বাসের যাত্রীরা নেমে এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগসূত্র নেই"।