RG Kar Case-Mamata Banerjee: আরজি কর কাণ্ডের আবহে ফের একবার কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজি কর ইস্যুতে এবার কেন্দ্রীয় চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টে এদিন আরজি কর মামলার শুনানিতে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিল কেন্দ্র। সেই বিষয়টি নিয়েই এবার কেন্দ্রকে পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।
শীর্ষ আদালতের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তবে কেন্দ্রের অভিযোগ, বাহিনীকে পর্যাপ্ত সাহায্য করছে না রাজ্য সরকার। সেই অভিযোগের পাল্টা এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি লিখল CISF-কে জায়গা দাও। ববিকে পাঠিয়ে ইন্দিরা হাসপাতাল, প্রাইমারি স্কুল দিলাম। এখন কমিউনিটি হলগুলি দিয়ে দিতে বলছে। এলাকার কত মানুষের কাজে লাগে ওগুলো। তখন কি হবে! আরজি করের ওই লেখাটা এমনিতেই ঘিঞ্জি। দু'ঘণ্টার মধ্যে জায়গা দিতে বললে কী করে সম্ভব?"
আরও পড়ুন- Mamata Banerjee: আরজি কর প্রতিবাদে নাভিশ্বাস সরকারের, পুজো-উৎসবে ফেরার বার্তা মমতার
কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর
"কাউকে পাঠালে দায়িত্ব তো কেন্দ্রকে নিতে হবে। সবটাই রাজ্যের উপর চাপাবেন না। পুলিশের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে। আরও কয়েকটা লোকের চক্রান্ত আছে। যেহেতু মানুষের কাছে তাঁদের যাওয়ার ক্ষমতা নেই। আমরাও পাল্টা কিছু করছি না।"
আরও পড়ুন- RG Kar Case: আগামিকাল বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিন আন্দোলনকারী চিকিৎসকরা: সুপ্রিম কোর্ট
বাংলাকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ মমতার
মুখ্যমন্ত্রীর অভিযোগ, "বাংলার নামে বদনাম করা হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। এখান থেকে পড়াশোনা করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গিয়েছে। তারাই গিয়ে একতরফা কথা শুনে বাংলার বদনাম করছে। বাংলাদেশের পরেই এই সুযোগটা নিচ্ছেন না তো? মনে রাখবেন বাংলাদেশ অন্য রাষ্ট্র, ভারত আলাদা।"
আরজি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। সিপি নিজেই ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতার পুলিশ কমিশনার নিজে এসেছে আমার কাছে পদত্যাগ করার জন্য। গত সাত দিন আগে। সামনে পুজো, যে থাকবে দায়িত্ব তাঁকেই তো জানতে হবে। পুজোর সময় কিছুদিন ধৈর্য্য ধরলে কী হয়।"