Allegation of bombing at house of Kajal Sheikh follower against followers of Anubrata Mandal: ফের বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ দ্বৈরথ তুঙ্গে। এবার বীরভূমের কঙ্কালীতলায় কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে তুমুল বোমাবাজির অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলদের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলার রাজনীতিতে।
এবার বীরভূমের কঙ্কালীতলায় কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলেখ শেখের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মাসখানেক আগে কঙ্কালীতলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।
তাই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, গতকাল রাতের বোমাবাজির ঘটনা সেই ঘটনারই পাল্টা আক্রমণ। কঙ্কালীতলা এলাকায় দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত এই আলেখ শেখ। আলেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। এই বোমবাজির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live: '৬ মাসে বাংলাদেশ ও পাকিস্তান মিশে গেলে অবাক হব না', বিস্ফোরক দাবি শুভেন্দুর
উল্লেখ্য, অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেলে যাওয়ার পর থেকে বীরভূমের রাজনীতিতে গুরুত্ব বাড়তে শুরু করে কাজল শেখের। জেলার তৃণমূল রাজনীতিতে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের দ্বৈরথ বহু আগে থেকেই। কেষ্ট জেলে যাওয়ার পর থেকে দুরন্ত গতিতে কাজলের দাপট বাড়তে শুরু করে বীরভূমের রাজনীতিতে। তবে কেষ্ট জেল থেকে ফিরতেই একটু একটু করে যেন কাজলের জমি আলগা হতে শুরু করেছে। দুই শাসক নেতার মধ্যে পুরনো বিবাদ ফের নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে।
আরও পড়ুন- Kolkata Weather Today:এবার চড়বে পারদ, পরপর কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?