/indian-express-bangla/media/media_files/2025/02/17/YZ994IHq9axxZQmDX7px.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: এবার ৭ মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে দোষী সাব্যস্ত করল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে। গত নভেম্বর মাসের ৩০ তারিখ কলকাতার বড়তলা থানায় ওই শিশুকন্যা নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়েছিল। তদন্তে নেমে এরপর ওই শিশুটিকে উদ্ধারও করে পুলিশ। ওই শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এরপর ঝাড়গ্রাম থেকে অভিযুক্ত যুবক গ্রেফতার হয়। ব্যাঙ্কশাল আদালত ওই যুবককে সোমবার দোষী সাব্যস্ত করেছে। আগামিকাল হবে সাজা ঘোষণা।
বিধানসভায় বেনজির ঘটনা। ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল BJP-র ৪ বিধায়ককে। সরস্বতী পুজোয় বাধার অভিযোগে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় ৪ বিজেপি বিধায়ককে। সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক।
ভারত-বাংলাদেশের সীমান্তের বহু এলাকা এখনও অরক্ষিত হয়ে রয়েছে। বহু জায়গায় এখনও নেই কাঁটাতারের বেড়া। বাংলাদেশ পরিস্থিতির জেরে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে BSF। সেই তৎপরতারই অঙ্গস্বরূপ এবার কাঁটাতারহীন সীমান্তে বেড়া লাগানোর প্রচেষ্টা শুরু হয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে কাঁটাতার লাগাতে গিয়ে বাংলাদেশর সীমান্তরক্ষী বাহিনী BGB-র বাধঘার মুখে পড়তে হচ্ছে BSF-কে। এছাড়াও দুই দেশের সীমান্ত দিয়ে অবৈধ পারাপার এবং চোরাচালানের সমস্যাও বেড়েছে। এই আবহে আজ সোমবার থেকে দিল্লিতে তিন দিনের জরুরি বৈঠকে দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনী।
-
Feb 17, 2025 17:20 IST
West Bengal News Live: বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদের মাশুল! হাড়হিম করা পরিণতি যুবকের, পুলিশের দ্বারস্থ মামা
বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ছেলে। আর তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করার পর শোয়ার ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহি এলাকায়। এই ঘটনায় মৃতের অভিযুক্ত বাবা সরফরাজ আলম এবং এক কাকা ডনি মোমিনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মৃত যুবকের এক মামা সামিম নবাব এই অভিযোগ পুলিশকে জানিয়েছেন।
-
Feb 17, 2025 17:03 IST
West Bengal News Live: ফের দুষ্কৃতীদের টার্গেট বৃদ্ধ দম্পতি, গলায় ছুরি ঠেকিয়ে লুঠপাট দমদমে
শহরে ফের দুষ্কৃতীদের টার্গেট বৃদ্ধ দম্পতি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। সত্তরোর্ধ্ব দম্পতির বাড়িতে হানা দুষ্কৃতীদের। বাড়ির একতলার জানলার গ্রিল কেটে দোতলায় উঠে দুঃসাহসিক লুঠ। গভীর রাতে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাটের অভিযোগ। তদন্তে পুলিশ।
-
Feb 17, 2025 16:29 IST
West Bengal News Live:RSS-এর 'প্ল্যানের' ফায়দা নেবে গেরুয়া দল?
বঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ছিল ২০০ আসন। ৭৭-এ থেমে গিয়েছিল মোদী-শাহের অশ্বমেধের ঘোড়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বঙ্গ বিজেপির অন্তর্কলহ সামনে এসেছে। বছর ঘুরলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। এখন বাংলা সফরে রয়েছেন RSS প্রধান মোহন ভাগবত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হিন্দুত্ব ইস্যুকে ভর করেই যে বঙ্গ বিজেপি উৎরাতে চাইছে তা নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট। তারই মধ্যে RSS প্রধানের বঙ্গ সফর নয়া মাত্রা যুক্ত করেছে।
বিস্তারিত পড়ুন- RSS-BJP: হিন্দুত্বকে 'হাতিয়ার' করেই '২৬-এর লড়াইয়ে BJP? RSS-এর 'প্ল্যানের' ফায়দা নেবে গেরুয়া দল?
-
Feb 17, 2025 15:58 IST
West Bengal News Live:বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতার জাদুঘরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, "আগামী ৬ মাসে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিশে গেলে অবাক হব না।" সেই সঙ্গে আরও একবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে তুলোধনা করেছেন BJP নেতা।
-
Feb 17, 2025 15:36 IST
West Bengal News Live:দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী
স্বামীর সঙ্গে বাইকে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন ছাত্রী। পথে একটি বাস তাঁদের বাইকে ধাক্কা দেয়। রাস্তার ধারের খালে উল্টে পড়ে বাইকটি। সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়া পুল সংলগ্ন
এলাকায় হওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হন শিবানী হাটী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। অল্প-বিস্তর চোট পান পরীক্ষার্থী। শিবানীর স্বামী সুরজিৎ হাটী। এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় সিভিক ভলেন্টিয়াররা। তাঁরা আহত মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর স্বামীকে দ্রুত উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
চিকিৎসায় খানিকটা সুস্থ্য হওয়ার পর হাসপাতালের বেডে বসেই
মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দেয় ছাত্রীটি। -
Feb 17, 2025 15:05 IST
West Bengal News Live:মালদায় পর্ষদ সভাপতি
মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে সোমবার মালদায় মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন মালদায় এসেই প্রথমে মালদা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনে বেড়িয়ে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন। সোমবার চতুর্থ দিনে ইতিহাস বিষয়ের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ-খবর নেন। এদিন তিনি কথা বলেছেন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পরীক্ষক, পর্যবেক্ষকদের সঙ্গে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও তিনি কথা বলেন।
-
Feb 17, 2025 15:01 IST
West Bengal News Live:প্রবীণ দম্পতির হাত-পা বেঁধে লুঠ
দমদমে দুঃসাহসিক লুঠ। ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুল বাড়ি এলাকায় সত্তরোর্ধ প্রবীণ দম্পতির হাত-পা বেঁধে সর্বস্ব লুঠ। সাতজনের ডাকাতদল বাড়ির নিচের তলার ঘরের জানালা ভেঙে ঢোকে। শংকর মজুমদার এবং তাঁর স্ত্রী পুতুল মজুমদার নামে প্রবীণ দম্পতিকে বেঁধে রেখে আলমারি ভেঙে সোনার জিনিস লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে পুলিশ।
-
Feb 17, 2025 14:39 IST
West Bengal News Live:মহুয়ার ডাকা স্মরণসভায় গরহাজির প্রয়াত বিধায়কের পরিবার
নদিয়ায় দলে কোন্দল বোধ হয় এবার রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে! কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এর আগেও অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারা। মহুয়ার নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত চিঠি দিয়েছিলেন তারা। সেই ঘটনার পর কয়েক মাস কেটে গেলেও মহুয়ার বিরুদ্ধে যে জেলা তৃণমূলের একটা বড় অংশের ক্ষোভ এখনও কমেনি তা ফের বোঝা গেল।
বিস্তারিত পড়ুন- Mahua Moitra: মহুয়ার ডাকা স্মরণসভায় এলই না প্রয়াত তৃণমূল বিধায়কের পরিবার, নদিয়া তৃণমূলে কোন্দল তুঙ্গে
-
Feb 17, 2025 12:39 IST
West Bengal News Live:হিন্দু সমাজকে সঙ্ঘবদ্ধ করার ডাক
রাজ্যের হিন্দু সমাজকে সংঘটিত করার ডাক RSS প্রধান মোহন ভাগবতের। গতকাল পূর্ব বর্ধমানের প্রকাশ্য সমাবেশ থেকে মোহন ভাগবত বলেন, "সঙ্ঘ সম্পূর্ণ হিন্দু সমাজ সংঘটিত করতে চায়। ভারতের যা স্বভাব তার সঙ্গে যাঁরা থাকতে পারবে না বলে মনে করেছেন তাঁরা আলাদা দেশ গঠন করেছেন। যাঁরা থেকে গিয়েছেন তাঁরা ভারতবর্ষের স্বভাবের কারণেই এখানে রয়েছেন। এই স্বত্ত্বার উত্তরাধিকারী হল হিন্দু সমাজ।"
-
Feb 17, 2025 11:58 IST
West Bengal News Live:খুশি দেব
ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্যের বরাদ্দে স্বভাবতই বেশ খুশি এলাকার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে তৃণমূলের তারকা সাংসদ বলেছেন, "ঘাটাল মাস্টারপ্ল্যান দেড় হাজার থেকে দু'হাজার কোটি টাকার একটি প্রোজেক্ট। এটা রাজ্যের একার পক্ষে সম্ভব নয়। তা সত্ত্বেও দিদি কথা রেখেছেন।" উল্লেখ্য, এবারের রাজ্য বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে।
-
Feb 17, 2025 11:45 IST
West Bengal News Live:হুবহু যেন হিন্দি ছবি 'শোলে'র চিত্রনাট্য
আজব কাণ্ড মালদায়! বলিউডের সুপার-ডুপারহিট হিন্দি সিনেমা 'শোলে'র কায়দায় প্রেমিকাকে পেতে ৫০০ ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে উঠে 'নাছোড়বান্দা' প্রেমিক। প্রেমিকার সঙ্গে নিজের বিয়ের দাবিতে টাওয়ারে উঠে দিনভর তুলকালাম কাণ্ড ঘটালো এক যুবক। মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিস্তারিত পড়ুন- Malda News: 'বিয়ে না দিলে ঝাঁপ দিয়ে মরব', টাওয়ারে উঠে হুমকি প্রেমিকের! হবহু হিন্দি ছবি 'শোলে'র চিত্রনাট্য
-
Feb 17, 2025 10:51 IST
West Bengal News Live:ব্যাপক বোমাবাজি
ফের বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ দ্বৈরথ তুঙ্গে। এবার বীরভূমের কঙ্কালীতলায় কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে তুমুল বোমাবাজির অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলদের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলার রাজনীতিতে।
বিস্তারিত পড়ুন- Birbhum News: ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, কাজল ঘনিষ্ঠ নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি, নিশানায় কেষ্ট অনুগামীরা
-
Feb 17, 2025 09:31 IST
West Bengal News Live: ভয়াবহ ভূমিকম্প দিল্লিতে
সোমবার সাতসকালে রাজধানী দিল্লিতে ভূমিকম্পের জেরে চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর-বাড়ি ছেড়ে প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। ভূমিকম্পের তীব্রতায় রীতিমতো কেঁপে ওঠে দিল্লি NCR-এর বহুতলগুলি। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। তবে ভূমিকম্পের জেরে বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
বিস্তারিত পড়ুন- Earthquake: সাতসকালে ভয়াবহ ভূমিকম্প দিল্লিতে, থরথর করে কেঁপে উঠল ঘর-বাড়ি
-
Feb 17, 2025 09:30 IST
West Bengal News Live: ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
বুধবার থেকে পরপর টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। ওই দিন দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার মহানগরী কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি চলবে। এরই পাশাপাশি আগামী শুক্রবারেও কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া,হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বৃষ্টি হবে। বৃষ্টির রেশ থাকবে আগামী শনিবারেও। ওই দিনও রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সবমিলিয়ে আগামী বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:এবার চড়বে পারদ, পরপর কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?