Advertisment

দাউ দাউ করে জ্বলছেন তৃণমূল কর্মী! গায়ে কাঁটা দেওয়া কাণ্ডে তোলপাড়!

এই ঘটনাকে তৃণমূলের কোন্দল বলছে বিজেপি। পাল্টা গেরুয়াকেই নিশানা জোড়াফুলের।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
alleged attempt to burn tmc worker at khejuri

প্রতীকী ছবি।

নৃশংস কাণ্ডে হুলস্থূল শুভেন্দুর জেলায়! এক তৃণমূলকর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অগ্নিদগ্ধ অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ অস্বীকার গেরুয়া দলের। বরং বিষয়টিকে তৃণমূলেরই গোষ্ঠীকোন্দল বলে পাল্টা অভিযোগ পদ্ম শিবিরের।

Advertisment

এবার খাস শুভেন্দু অধিকারীর জেলায় এক তৃণমূলকর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের খেজুরির উত্তর কলমদানের ঘটনা। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা ওই তৃণমূলকর্মীর নাম নরেন্দ্রনাথ মাজি। এলাকারই কয়েকজন তাঁর জমি দখল করে নিচ্ছে বলে তাঁর অভিযোগ। সেই ঘটনা নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর তুমুল বচসা হয়। পরে ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- বিরাট ফাঁপড়ে অভিষেক! সাংসদের বিরুদ্ধে মামলা নিয়ে বেনজির পদক্ষেপ আদালতের

বিজেপির মদতে তাঁর উপর হামলা চলে বলে অভিযোগ। এমনকী ওই তৃণমূলকর্মীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পেট্রোল ঢেলে দেয় দুষ্কৃতীরা। বাড়িতে পেট্রোল ঢালায় বাধা দিতে গেলে সেই তেল ছিটিয়ে আগুন লেগে যায় তৃণমূল কর্মীর গায়ে। মুহূর্তে ঝলসে যান ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধারের পর খেজুরি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলায় যুক্ত বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ উড়িয়েছে গেরুয়া দল। বরং এই ঘটনা পুরোপুরি পারিবারিক একটি বিষয় বলে পাল্টা সোচ্চার পদ্ম শিবির।

Purba Medinipur Suvendu Adhikari bjp tmc
Advertisment