Sonarpur News: মদের আসরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, তুমুল চাঞ্চল্য সোনারপুরে

South 24 Parganas News: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোষীদের কড় শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

South 24 Parganas News: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোষীদের কড় শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

author-image
Mina Mondal
New Update
Alleged beating to death of a young man at a liquor party in Sonarpur

Sonarpur News: যুবককে পিটিয়ে খুনের অভিযোগ।

Alleged beating to death of a young man at a liquor party in Sonarpur: মদের আসরে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের রাজপুর এলাকার। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী।

Advertisment

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লির মাঠে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। স্থানীয় যুবক বিশাল সাউ পেশায় ছিলেন এক ছাতু বিক্রেতা। গতরাতে তাঁর দুই বন্ধু তাঁকে ফোন করে বাড়ির বাইরে ডাকে। বিশালের বাড়িতে তাঁর স্ত্রী ও মাত্র আড়াই মাসের এক শিশুসন্তান রয়েছে।

রাতে বন্ধুরা ফোনে ডাকার পর তাঁর স্ত্রী তাঁকে বাড়ির বাইরে বেরোতে বারণ করেছিলেন। সে কথায় কর্ণপাত না করেই বন্ধুদের ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিলেন বিশাল। জানা যায়, তারপরেই কাছেই সুভাষপল্লির মাঠে সঙ্গী দুই বন্ধুকে নিয়ে মদ্যপান শুরু করে বিশাল। অনুমান, সেই মদের আসরেই তিন যুবকের মধ্যে কোনও বাক-বিতণ্ডা শুরু হয়। বেধড়ক মারধর করা হয় বিশাল নামে ওই যুবককে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:আজ বাংলার ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ, নজর সুপ্রিম কোর্টে

ওই মাঠেই পড়েছিলেন বিশাল। গতকাল রাত প্রায় একটা নাগাদ পরিবারের লোকজন বিশালকে খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির কাছের ওই মাঠ থেকে বিশালকে উদ্ধার করা হয়। আহত যুবককে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতিতে ওই রাতেই তাঁকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ ভোররাতে যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের ওই এলাকায়। দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Murder South 24 Pgs Sonarpur Bengali News Today news in west bengal news of west bengal