/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/mamata-759-3.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Update:সুপ্রিম কোর্টের নির্দেশে আজই রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশই শেষমেষ বহাল রইল শীর্ষ আদালতেও। আদালতের এই রায় প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমরা জানি ইচ্ছা থাকলেই উপায় হয়। এই রায়কে আমরা ইতিবাচক হিসেবেই নিচ্ছি। ইতিবাচকভাবেই পদক্ষেপ করব। যারা ন্যায্যভাবে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকব।" সেই সঙ্গে এদিন বিরোধীদের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, "এই পরিবারগুলি অচল হয়ে গেলে BJP-CPM-ও সচল থাকবে না। কোনও ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদেরও হবে।"
সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবারই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষককর্মীর চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালের SSC-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে এবার বড়সড় কোনও পদক্ষেপের পক্ষে নবান্ন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেকে পাঠিয়েছিলেন নবান্নে। শিক্ষামন্ত্রীর পাশাপাশি শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদেরও নবান্নে ডেকে পাঠানো হয়েছিল। আজই তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী। প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূলের ওপরেই চাপিয়েছে BJP। দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "যোগ্যদের চারিও চলে গেল। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ২৬ হাজার চাকরিপ্রাপকের চাকরি বলি দিয়ে দিলেন। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ হাজার পরিবার আজ রাস্তায় বসে গেল। এর জন্য দায়ী তৃণমূল ও তার সর্বময়কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ও SSC কেন যোগ্য ও অযোগ্যদের আলাদা করে দিলেন না? রাজ্য যদি যোগ্য-অযোগ্যদের আদালতের সামনে আলাদা করে দিত তাহলে প্রায় ২৬ হাজার লোকের চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদেরই চাকরি যেত। আমরা আগামী দিনে এই সরকারে বিরুদ্ধে পথে নামব। রামনবমী পার হয়ে গেলেই বিজেপি এর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে রাস্তায় নামবে।"
কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। চাকরি বাতিল হওয়া 'অযোগ্য'দের বেতনের টাকাও ফেরত দিতে হবে। রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে এদিন জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে যাঁরা অন্য সরকারি দফতর থেকে এসএসসি-র শিক্ষকতা বা শিক্ষাকর্মীর পদে চাকরিতে এসেছিলেন, তাঁরা চাইলে তাঁদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই প্রক্রিয়াও আগামী তিন মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে বলে স্পষ্ট করেছে সর্বোচ্চ আদালত।
অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি
— Suvendu Adhikari (@SuvenduWB) April 3, 2025
মহামান্য কলকাতা উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট বার বার এসএসসি (SSC) কে সময় দিয়েছে যোগ্য ও অযোগ্য চাকরিরত শিক্ষকদের আলাদা করার জন্য। ৫ই মে ২০২২ তারিখে এই দুর্নিতীগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনি ভাবে সুপারনিউমারারি পোষ্ট… pic.twitter.com/JNOfciv3HV
-
Apr 03, 2025 13:41 IST
West Bengal News Live:SSC-রায় পুনর্বিবেচনার দাবি
কলকাতা হাইকোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টেও। SSC-এর ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলই (SSC Recruitment Case Verdict ) বাতিল করেছে শীর্ষ আদালত। চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষককর্মী। সুপ্রিম কোর্টের এই রায়ে হতাশ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক জাকির হোসেন।
শীর্ষ আদালতকেই এই রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case Verdict: 'মুখ্যমন্ত্রীর চেষ্টার পরেও ২৬ হাজার চাকরি বাতিল, বুক ফেটে যাচ্ছে,' বললেন তৃণমূলের এই বিধায়ক
-
Apr 03, 2025 12:23 IST
West Bengal News Live:নিজের দুধের শিশুকে মাটিতে আছড়ে মারল বাবা
নিজের ৮ মাসের শিশুসন্তানকে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগে আটক বাবা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার বড় কানাইগাছি এলাকার। মৃত ৮ মাসের শিশু রাকিবুল খান। স্থানীয় সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবার থানার বড় কানাইগাছি এলাকার বাসিন্দা খোকন খান। প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। গত বুধবার ঈদ উপলক্ষে এলাকায় অনুষ্ঠান চলছিল। সেই সময় বাড়িতে ছোট্ট শিশু সন্তান রাকিবুল খান কান্নাকাটি করছিল। তখনই রাকিবুল খানকে নিয়ে বাবা খোকন খান বাহিরে চলে যান। বেশ কিছুক্ষণ পর নিজের সন্তানকে নিথর অবস্থায় বাড়িতে নিয়ে আসে খোকন খান। এরপরেই পরিবারের লোকজন দেখতে পান শিশুর মাথায় চোট রয়েছে এমনকী ওই আট মাসের শিশুটি নড়াচড়াও করছে না। পরে তাকে পরিবারের লোকজন ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। এই ঘটনায় শিশুটির বাবা খোকন খানকে আটক করেছে পুলিশ।
-
Apr 03, 2025 10:36 IST
West Bengal News Live:যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
মদের আসরে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের রাজপুর এলাকার। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী।
বিস্তারিত পড়ুন- Sonarpur News: মদের আসরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, তুমুল চাঞ্চল্য সোনারপুরে
-
Apr 03, 2025 09:49 IST
West Bengal News Live: লোকসভায় পাশ সংশোধিত ওয়াকফ বিল ২০২৫
দীর্ঘ তর্ক-বিতর্কের পর অবশেষে মধ্যরাতে লোকসভায় পাশ হয়ে গেল সংশোধিত ওয়াকফ বিল (waqf amendment bill 2025)। জানা গিয়েছে, এই ওয়াকফ বিলের পক্ষে রায় দিয়েছেন ২৮৮ জন সাংসদ। অন্যদিকে বিলের বিপক্ষে রায়দান করেছেন ২৩২ জন সাংসদ। সংশোধিত ওয়াকফ বিলে পক্ষে-বিপক্ষে মিলিয়ে মোট ৫২০ জন সাংসদ ভোট দিয়েছেন।
বিস্তারিত পড়ুন- waqf amendment bill 2025:দীর্ঘ ১৩ ঘণ্টা তর্ক-বিতর্কের পর মধ্যরাতে ইতিহাস! লোকসভায় পাশ সংশোধিত ওয়াকফ বিল
-
Apr 03, 2025 08:43 IST
West Bengal News Live: রামনবমীর শোভাযাত্রায় ডিজে ও অস্ত্র প্রদর্শনে 'না' পুলিশের
রামনবমীর মিছিল নিয়ে কড়া বার্তা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দের। রামনবমীর মিছিলে ব্যবহার করা যাবে না ডিজে বক্স, রাখা যাবে না অস্ত্র। নিষেধ অমান্যে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, "ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মহরমের মিছিলে ডিজে বক্স ব্যবহার ও অস্ত্র মিছিল করতে দেওয়া হয় না। এমনকী ঈদ হোক কিংবা কালীপুজো, আদালতের নির্দেশমতো অনুষ্ঠানে ডিজে বক্স ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। রামনবমীর মিছিলে ডিজে বক্স ব্যবহার করা যাবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে, যে নির্দিষ্ট রাস্তাগুলি দিয়ে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেই রাস্তাগুলিতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।"
-
Apr 03, 2025 08:41 IST
West Bengal News Live: অবৈধ বাজি কারখানা গড়ে ওঠা রুখতে তৎপরতা
অবৈধ বাজি কারখানা রুখতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার হাতিয়ার এবার সিভিক ও ভিলেজ পুলিশ। পাথরপ্রতিমার বিস্ফোরণ কান্ডের পর ডায়মন্ড হারবার পুলিশ জেলার অভিনব উদ্যোগ। অবৈধ বাজি কারখানা রুখতে ময়দানে সিভিক ও ভিলেজ পুলিশ। সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার থানাগুলির ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করে এই মর্মে নির্দেশও দিয়েছেন তিনি। এলাকায় কোনওভাবে অবৈধ বাজি কারখানা যাতে না গড়ে ওঠে সেদিকে নজরদারি বাড়ানোর ব্যাপারেও পুলিশকে সচেতন হতে নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজে সিভিক ও ভিলেজ পুলিশকর্মীরা তাদের নিজেদের এলাকায় নজরাদারির মাধ্যমে সহজে খবর পৌঁছে দেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
-
Apr 03, 2025 08:36 IST
West Bengal News Live: বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বাদল হতে শুরু করেছে গতকাল থেকেই। আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:চৈত্রের দাবদাহ থেকে মুক্তি, আজ থেকেই ঝড়-জলের পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?