North Bengal: উত্তরবঙ্গে যাতায়াত এবার আরও মসৃণ! অভূতপূর্ব পরিকল্পনার বাস্তবায়ন শীঘ্রই, জানাল কেন্দ্র

North Bengal: দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি উত্তরবঙ্গ নিয়ে কেন্দ্রের বিরাট পরিকল্পনার ব্যাপারে বিশদে তথ্য দিয়েছেন।

author-image
Nilotpal Sil
New Update
alternative bridge to Coronation Bridge connecting Darjeeling Hills to Dooars region: উত্তরবঙ্গে করোনেশন সেতুর বিকল্প আরও একটি সেতু তৈরির পরিকল্পনা

Coronation Bridge: করোনেশন সেতু।

alternative bridge to Coronation Bridge connecting Darjeeling Hills to Dooars region: উত্তরবঙ্গে যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ করতে অভূতপূর্ব পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর একটি সেতু তৈরির পরিকল্পনা একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। প্রকল্প বাস্তবায়িত হলে গোটা উত্তরবঙ্গের চেহারাটাই পাল্টে যাবে বলে মনে করছে কেন্দ্র। ওই সেতু তৈরির কাজ শেষ হলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন দারুণভাবে ত্বরান্বিত হবে বলে আশাবাদী মোদী সরকার।

Advertisment

সম্প্রতি দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা উত্তরবঙ্গে দার্জিলিঙের পাহাড় এলাকা থেকে ডুয়ার্স অঞ্চলের সঙ্গে যোগাযোগকারী করোনেশন সেতুর বিকল্প সেতু তৈরির প্রকল্পের কী অবস্থা তা জানতে চেয়েছিলেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আর্থিক বরাদ্দ এবং সময়সীমা এবং কবে নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হতে পারে সে ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। এছাড়াও প্রস্তাবিত সেতুর জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনও সমস্যা রয়েছে কিনা বা যদি কোনও সমস্যা থেকেও থাকে তার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির কাছে।

দার্জিলিঙের BJP সাংসদের সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, তিস্তা নদীর ওপর ১৭ নম্বর জাতীয় সড়কে অতিরিক্ত একটি সেতু তৈরির জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) চূড়ান্তকরনের পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত সেতুটি তৈরির আনুমানিক খরচ ধরা হয়েছে ১১৯০.৪০ কোটি টাকা। ওই প্রকল্পের কাজ শুরু হওয়ার তারিখ থেকে পরবর্তী ৩৬ মাসের মধ্যে প্রকল্প শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। 

আরও পড়ুন- West Bengal News Live: আজ রাজ্য বাজেটে বিরাট চমক? তুঙ্গে চড়েছে প্রত্যাশার পারদ

Advertisment

এই প্রকল্পের বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের চেহারাটাই পাল্টে যাবে বলে দাবি করা হচ্ছে। তিস্তার ওপর থেকে বিকল্প ওই সেতু তৈরি হয়ে গেলে গোটা উত্তরবঙ্গে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও দারুণ উন্নতি হবে বলে আশাবাদী কেন্দ্র। এরই পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাধারণ মানুষের জীবনযাত্রার মানেরও উন্নতি হবে বলে মনে করেন কেন্দ্র। 

আরও পড়ুন- Kolkata Metro: আগামিকাল থেকে বন্ধ মেট্রো চলাচল, ভোগান্তি চলবে কতদিন? ঝটপট জেনে নিন

north bengal Central Government Bengali News Today Coronation Bridge news in west bengal news of west bengal