/indian-express-bangla/media/media_files/2024/12/25/dabuBdSUh2Y2vueUkYoo.jpg)
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।
Latest West Bengal News Updates: বাজেট অধিবেশন ওয়াক আউট বিরোধীদের। এদিনের বাজেটের কড়া সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "সরকার দেউলিয়া তা ছত্রে ছত্রে প্রমাণিত। তৃণমূল সরকারের ১৫ তম শেষ বাজেট। ২ কোটি ১৫ লক্ষ বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার। এই বাজেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেট কৃষক বিরোধী। স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনা নেই। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়নি। ফলে তা খাতায় কলমে থেকে যাবে। ৬ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা থেকে কীভাবে বেরোবে রাজ্য তার কোন উল্লেখ নেই। বিধায়কের এলাকা উন্নয়নে কোন অর্থ বৃদ্ধির প্রস্তাব নেই। মহিলাদের জন্য একটি শব্দও নেই এই বাজেটে। লক্ষ্মী ভান্ডারে বরাদ্দ বৃদ্ধির কোন প্রস্তাব নেই। সরকারি কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য। ২০২৬ সালে বিজেপি তার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে"।
আজকের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের DA বাড়াল রাজ্য সরকার। ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব পেশ রাজ্য বাজেটে। চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন হারে DA কার্যকর হতে চলেছে। বুধবার রাজ্য বাজেট পেশ করে এমনই প্রস্তাব পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এর আগে ১৪ শতাংশ হারে DA পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখন থেকে মহার্ঘ্যভাতা বেড়ে ১৮ শতাংশ হল। সেই সঙ্গে 'পথশ্রী' প্রকল্পে দেড় হাজার কোটি টাকা ও ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
রেশন দুর্নীতি মামলায় বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাওড়ায় তিন জায়গায় একইসঙ্গে অভিযানে ইডি-র অফিসাররা। এদিন যে তিন জায়গায় অভিযান চলে তার মধ্যে দু'জন পরিবহণ সংস্থার মালিক। অন্য একজন একটি সরকার স্বীকৃত সমিতির পরিচালনার দায়িত্বে রয়েছেন। ধান কেনার নামে কোটি-কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তারই ভিত্তিতে এই তল্লাশি চলে বলে জানা গিয়েছে।
এদিকে, ভরা সংসদে এবার তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রের বাজেট নিয়ে দিন কয়েক আগেই সংসদে তোপ দেগেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারে এবছর বিধানসভা ভোট। বিহার ভোটের কথা মাথায় রেখেই বাজেট ঘোষণা হয়েছে বলে তাঁর অভিযোগ ছিল। সেই সঙ্গে কেন্দ্রীয় বাজেটে ফের একবার বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলেছেন অভিষেক। তবে অভিষেকের সেই অভিযোগ উড়িয়ে পাল্টা নির্মলা সীতারামনের দাবি, আগের চেয়ে বাজেটে অনেক বেশি বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গের জন্য।
-
Feb 12, 2025 19:32 IST
West Bengal News Live: 'তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুন্ডামি', সোচ্চার সুকান্ত
'প্রতিবাদের আড়ালে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুন্ডামি। হাতে দলীয় পতাকা নিয়ে প্রকাশ্য গুন্ডামি। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা' । নদীয়ার শান্তিপুরে বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতির অফিসে ভাংচুরের ঘটনার প্রতিবাদে সোচ্চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
See the ultimate brutality of @AITCofficial!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 12, 2025
Watch how goons are being allowed into the BJP Panchayat Samiti Sabhapati and Saha-Sabhapati's office in Shantipur, Nadia, to vandalize and openly issue threats!
BJP Panchayat members had staged a peaceful protest against the… pic.twitter.com/Ksovo1xbmS -
Feb 12, 2025 18:43 IST
West Bengal News Live: কেন্দ্রের হারে রাজ্যে ডিএ, কীভাবে?
আজকের বাজেটে ৪% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে হয়েছে ৩৫ শতাংশ। রাজ্য সরকার কী সরকারি কর্মীদের ভিক্ষা দিচ্ছেন? বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বড় ঘোষণা বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
-
Feb 12, 2025 18:29 IST
West Bengal News Live: বাজেটে মোবাইল ফোনের ঘোষণায় খুশি নয় আশা কর্মীরা
আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের মোবাইল বাবদ ২০০ কোটি বরাদ্দ হয়েছে রাজ্য বাজেটে। তবে এই ঘোষণায় খুশি নয় পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী চিত্রা চন্দ। তিনি বলেন, 'মোবাইল দেওয়া মানে কাজের চাপ আরও বাড়বে। আমাদের বেতনের দিকটা মাননীয়া যদি চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের কিছুটা সুরাহা হত'। পাশাপাশি আশা কর্মীদের প্রযুক্তিগত দক্ষতার দিকেও রাজ্য সরকারের নজর দেওয়া উচিত বলেই মনে করেন তিনি।
-
Feb 12, 2025 17:03 IST
West Bengal News Live: 'বেকার বিরোধী বাজেট', বাজেট অধিবেশন ওয়াক আউট করে মমতাকে তুলোধনা শুভেন্দুর
বাজেট অধিবেশন ওয়াক আউট বিরোধীদের। এদিনের বাজেটের কড়া সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "সরকার দেউলিয়া তা ছত্রে ছত্রে প্রমাণিত। তৃণমূল সরকারের ১৫ তম শেষ বাজেট। ২ কোটি ১৫ লক্ষ বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার। এই বাজেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেট কৃষক বিরোধী। স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনা নেই। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়নি। ফলে তা খাতায় কলমে থেকে যাবে। ৬ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা থেকে কীভাবে বেরোবে রাজ্য তার কোন উল্লেখ নেই। বিধায়কের এলাকা উন্নয়নে কোন অর্থ বৃদ্ধির প্রস্তাব নেই। মহিলাদের জন্য একটি শব্দও নেই এই বাজেটে। লক্ষ্মী ভান্ডারে বরাদ্দ বৃদ্ধির কোন প্রস্তাব নেই। সরকারি কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য"।
-
Feb 12, 2025 15:47 IST
West Bengal News Live: আইপিএস-এর বদলি
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এরাজ্য থেকে শ্রী অবধেশ পাঠক, আইপিএস (পশ্চিমবঙ্গ: ২০০৯) কে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এ ডেপুটেশনের ভিত্তিতে বদলি করা হচ্ছে। অবধেশ পাঠক বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত রয়েছেন। তাঁকে অবিলম্বে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। অবধেশ পাঠককে অবিলম্বে যাতে অব্যাহতি দেওয়া হয় সেব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে যথোপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে।
-
Feb 12, 2025 15:31 IST
West Bengal News Live: ফের কংগ্রেসে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র
কংগ্রেসে ফিরলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। 'অরাজনৈতিক ভুল করেছিলাম, আজ আমার দ্বিতীয় জন্মদিন'। পুরনো দলে ফিরে এসে প্রতিক্রিয়া প্রণব-পুত্রের। কলকাতার বিধান ভবনে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়।
-
Feb 12, 2025 13:14 IST
West Bengal News Live:স্বপ্ন ভেঙে চুরমার মাধ্যমিক পরীক্ষার্থীর
বিষ খেয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে ওই স্কুলছাত্রী। আচমকা কেন ওই পরীক্ষার্থী আত্মহননের মতো সিদ্ধান্ত নিল তা এখনও স্পষ্ট হয়নি। পরিবারের সদস্যরা এককথায় দিশেহারা হয়ে পড়েছেন গোটা ঘটনায়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ পুলিশ আধিকারিকদের।
বিস্তারিত পড়ুন- Madhyamik Exam 2025: স্বপ্ন ভেঙে চুরমার মাধ্যমিক পরীক্ষার্থীর, ছাত্রীরা এমন পরিণতিতে বাকরুদ্ধ পরিবার
-
Feb 12, 2025 12:11 IST
West Bengal News Live: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু
তৈরির এক বছরের মধ্যেই ভেঙে পড়ল সিকিমের সঙ্কলাং সেতু। আকস্মিক এই বিরাট বিপত্তিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকায়। উত্তর সিকিমে বেড়াতে যাওয়া কাতারে কাতারে পর্যটকের কপালে ঘোর দুশ্চিন্তার ভাঁজ। দিকে দিকে আটকে পড়েছেন পর্যটকরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযানে প্রশাসন।
বিস্তারিত পড়ুন- sikkim bridge collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, সিকিমে ফের বিরাট বিপর্যয়, দিকে দিকে আটকে পর্যটকরা -
Feb 12, 2025 11:17 IST
West Bengal News Live: বিরাট পরিকল্পনা কেন্দ্রের
উত্তরবঙ্গে যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ করতে অভূতপূর্ব পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর একটি সেতু তৈরির পরিকল্পনা একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। প্রকল্প বাস্তবায়িত হলে গোটা উত্তরবঙ্গের চেহারাটাই পাল্টে যাবে বলে মনে করছে কেন্দ্র। ওই সেতু তৈরির কাজ শেষ হলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন দারুণভাবে ত্বরান্বিত হবে বলে আশাবাদী মোদী সরকার।
বিস্তারিত পড়ুন- North Bengal: উত্তরবঙ্গে যাতায়াত এবার আরও মসৃণ! অভূতপূর্ব পরিকল্পনার বাস্তবায়ন শীঘ্রই, জানাল কেন্দ্র
-
Feb 12, 2025 10:27 IST
West Bengal News Live: আগামিকাল থেকে বন্ধ মেট্রো চলাচল
মেট্রোযাত্রীদের জন্য দুঃসংবাদ! সিগন্যালিং সংক্রান্ত কাজের জন্য আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রথম দফায় টানা পরপর চার দিন ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। চলতি ফেব্রুয়ারি মাসে ৮ দিন সম্পূর্ণরূপে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকার কথা আগেই বিবৃতি দিয়ে জানিয়েছিল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ।
বিস্তারিত পড়ুন-Kolkata Metro: আগামিকাল থেকে বন্ধ মেট্রো চলাচল, ভোগান্তি চলবে কতদিন? ঝটপট জেনে নিন
-
Feb 12, 2025 10:04 IST
West Bengal News Live: ঝুপড়ি দোকানে আগুন
ভোররাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জ এলাকায় রাস্তার ধারে ঝুপড়ি দোকানে আগুন লেগে যায়। বাখরাহাট রোডের রসপুঞ্জ এলাকায় রাস্তার ধারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে ১০টি দোকান। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।
-
Feb 12, 2025 09:38 IST
West Bengal News Live:গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পুণ্যস্নান
ভোর রাত থেকে গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পুণ্যস্নানে নেমে পড়েছেন হাজার হাজার পুণ্যার্থী। কাতারে কাতারে মানুষ পুণ্যস্নান সেরে কপিলমুনির আশ্রমের সামনে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। গতকাল রাত থেকে ঠাণ্ডা উধাও। দখিনা বাতাস বইছে সাগরদ্বীপে। এবারের মাঘী পূর্ণিমার ভিড় অতীতের সব ভিড়ের রেকর্ড ভেঙে দেবে বলে প্রশাসনের অনুমান। সব মিলিয়ে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে সাগরতটে। কাকদ্বীপের লট নং আটে পুণ্যার্থীদের লম্বা লাইন। একই ছবি সাগরের কচুবেড়িয়া ঘাটেও।
-
Feb 12, 2025 09:37 IST
West Bengal News Live:নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়। অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতার পাড়ার কাকা। বাড়িতে একাই ছিলেন ওই নাবালিকা। নাবালিকার বাবা ও মা ছিলেন বাইরে,দিদি গিয়েছিলেন। ওই সুযোগে প্রতিবেশী ওই ব্যক্তি বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তাঁরাই গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করেন। অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
-
Feb 12, 2025 09:30 IST
West Bengal News Live:১৯ চিকিৎসককে তলব স্বাস্থ্য দফতরের
সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসা করবেন না, এই মর্মে মুচলেখা দিয়ে সরকার থেকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছেন কয়েকজন চিকিৎসক। তবে এরপরেই তাঁরা নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ। বেসরকারি হাসপাতালে চিকিৎসা না করার মুচলেখা দিয়েও নিয়মের ধার ধারছেন না ১৯ চিকিৎসক, উঠেছে এমনই অভিযোগ। নাম ধরে ধরে এবার তাঁদের তলব স্বাস্থ্য দফতরে।
বিস্তারিত পড়ুন- Doctors: ভাতা নিয়েও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস, ১৯ চিকিৎসককে তলব স্বাস্থ্য দফতরের
-
Feb 12, 2025 08:50 IST
West Bengal News Live: ফিরছে শীত
কলকাতার পাশাপাশি জেলাগুলিতে শীতের আমেজ একেবারে ফিকে হয়ে গেছে। অনেকেই মনে করছেন এবার পাকাপাকিভাবে শীতের বিদায়ঘণ্টা বেজে গেল। তবে সেই ভাবনায় জল ঢেলে ফের ফিরছে শীত। আবারও একাধিক জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ কমে যেতে পারে। তারই জেরে ফের একবার ঠান্ডার অনুভূতি বাড়তে পারে। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: ম্যাজিকের মতো বদলাবে আবহাওয়া! ফিরছে শীত, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা