Hawker Eviction-Burdwan City: বুলডোজার ঘাসফুলে সহানুভূতি দেখালেও দেখাল না ফুটপাতের দোকানে। আর তা নিয়েই সরগরম শহর বর্ধমান। বর্ধমান পুরসভার দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযানেও ভাঙা পড়ল না শহর বর্ধমানের ফুটপাথ দখল করে থাকা শাসকদলের কার্যালয়। জেলার কাটোয়ার পর শহর বর্ধমানেও ঘাসফুল প্রতীক আঁকা থাকা শাসকদলের কার্যালয়ের প্রতি বুলডোজারের সহানুভূতি প্রদান নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এ নিয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যান তাঁর সাফাইয়ে বলেন, "আজ সবাই ক্লান্ত। পরে এসব কিছুই থাকবে না।"
বৃহস্পতিবার দ্বিতীয় দফার হকার উচ্ছেদ (Hawker Eviction) অভিযানে নেমেছিল বর্ধমান পুরসভা। উচ্ছেদ অভিযানে ছিলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার, উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ পুলিশ ও পুরসভার আধিকারিকরা। বর্ধমান (Burdwan) শহরের নার্স কোয়ার্টার মোড় থেকে শুরু করে শ্যামলাল,
বাবুরবাগ হয়ে বর্ধমান হাসপাতালের কাছের রাস্তাগুলি থেকে হকার ও দখলদারদের উচ্ছেদ করা হয়। কিছু লোক আগেই দোকান সরিয়ে নিয়েছিলেন। বাকি দোকানপাট দুটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।
তবে হাসপাতাল চত্বরের বাইরে দু'দিকে থাকা দুটি শাসকদলের শ্রমিক সংগঠন INTTUC-এর অফিস অক্ষতই রয়ে গিয়েছে। INTTUC-এর দুটি অফিসের একটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর গেটের দিকে রয়েছে। অন্যটি রয়েছে শ্যামসায়রের পাড়ে।
আরও পড়ুন- Wayanad Landslide: ওয়ানাডের বিপর্যয়ে ব্যথিত মমতা, বিধ্বস্ত এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল
বর্ধমান পুরসভার বুলডোজারের এই পদক্ষেপের বিরুদ্ধে সুর চড়িয়েছেন BJP-র মুখপাত্র শান্তরূপ দে। তিনি বলেন, “উচ্ছেদ অভিযানের নামে পুর এলাকার মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে শাসকদল। কারণ শহরের মানুষ তাদের ভোট দেয়নি। যদি তাই না হবে, তবে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের অফিস ভাঙা হল না কেন?" যদিও এব্যাপারে বর্ধমানের পুরপ্রধান পরেশ সরকারের সাফাই, “আজ সবাই ক্লান্ত। একদিনে সব কাজ করা যায় না। ১ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যায়ে শ্যামসায়র এলাকার সংস্কার হবে। তখন এসব কিছুই থাকবে না।" কিন্তু আজ অফিসগুলি ভাঙা হল না কেন? জবাবে পুরপ্রধান বলেন, "আমাকে কয়েকটা দিন সময় দিন। পরের দিন আশা করি থাকবে না।"
দিন ১৫ আগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল কাটোয়ার রেল কুলি বস্তিতে। ৫০ থেকে ৬০ বছর ধরে থাকা রেলের কুলিদের যাবতীয় ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রেলের জায়গা দখল করে থাকা একটি ক্লাব ও CPIM-এর কার্যালয়ও ভাঙা হয়। কিন্তু, অক্ষত থাকে রাজ্যের শাসকদলের পার্টি অফিসটি।