Advertisment

বাম আমলের ভূমি সংস্কারের প্রশংসায় সরব অমর্ত্য

অমর্ত্য সেন তাঁর ছাত্রজীবনে মার্কসবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যদিও কোনও রাজনৈতিক দলের সদস্যপদ নেন নি কখনও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাম-প্রশস্তি অমর্ত্যের মুখে

বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কারের প্রশংসা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় অমর্ত্য বলেন, "পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারে কাজ অত্যন্ত ভাল হয়েছিল। এর জন্য অবশ্য়ই বামপন্থীদের কৃতিত্ব প্রাপ্য়। কিন্তু, একইসঙ্গে এ কথাও বলা প্রয়োজন যে, বাম আমলে শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল।"

Advertisment

নোবেলজয়ী অর্থনীতিবিদ এদিন দাবি করেন, ঐক্যবদ্ধ বাঙালী আত্মপরিচয়ের নির্মাণের প্রশ্নে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের বাঙালীরা। তাঁর কথায়, "কেন এই বিষয়ে আমরা (পশ্চিমবঙ্গের বাঙালীরা) পিছিয়ে রইলাম, তা নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন আছে।"

আরও পড়ুন: 'জয় শ্রী রাম স্লোগান বাংলা সংস্কৃতির অংশ নয়'

প্রসঙ্গত, ১৯৯৮ সালে নোবেল প্রাইজ পাওয়া অমর্ত্য তাঁর ছাত্রজীবনে মার্কসবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। যদিও কোনও রাজনৈতিক দলের সদস্যপদ নেন নি কখনও। এদিন তিনি জানান, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো বিষয়ে কেরালা, হিমাচল প্রদেশ বা তামিলনাড়ুর মতো রাজ্যের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলা।

দ্রারিদ্র দূরীকরণের প্রসঙ্গেও এদিন নিজের মতামত জানান অমর্ত্য। তাঁর মতে, কেবলমাত্র উপার্জন বৃদ্ধি হলেই দারিদ্রের অবসান সম্ভব নয়। ভারতের মতো দেশে দারিদ্র দূর করতে হলে শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলির উপরেও গুরুত্ব দিতে হবে।

left front amartya sen
Advertisment