Advertisment

"মিথ্যা অভিযোগ তুলে নিন", জমি বিতর্কে পাল্টা উপাচার্যকে চিঠি অমর্ত্য সেনের

জমি বিতর্কে বিশ্বভারতীর সাংবাদিক সম্মেলনের পরেই ফুঁসে উঠলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শান্তিনিকেতনে জমি বিতর্কে বিশ্বভারতীর সাংবাদিক সম্মেলনের পরেই ফুঁসে উঠলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সোমবার বিশ্বভারতীকে কর্তৃপক্ষকে তিনি জানালেন, তাঁর বিরুদ্ধে জমি চুরির মিথ্যা অভিযোগ তুলে নেওয়ার জন্য।

Advertisment

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি লিখে তিনি জানান, "আমার আইনজীবী আপনাকে আঘেই জানিয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সংবাদমাধ্যমে জানানো হয়েছে। কিন্তু এতদিনেও অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারেননি আপনি। এখন আপনারা রাজ্য সরকারের কাছে প্রতীচীর জমি মাপজোক করার আবেদন জানাচ্ছেন। ১৯৪০ সালে আমার বাবা বিশ্বভারতীর থেকে জমি লিজে নিয়েছিলেন। আপনার রেজিস্ট্রার মিস্টার মাহাতো হুমকি দিচ্ছেন, যদি কোনও অতিরিক্ত জমি অধিকার করে রাখি তাহলে আইনি পদক্ষেপ করা হবে।"

আরও পড়ুন তৃতীয়বারের জন্য মমতার দখলে বাংলা: জনমত সমীক্ষা

এর আগে বিশ্বভারতীর তরফে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের কাছে নোবেলজয়ীর পৈতৃক বাড়ি প্রতীচীর জমি মাপজো করার আবেদন করা হয়। বিশ্বভারতীর তরফে সম্প্রতি অবৈধ ভাবে দমি অধিগ্রহণকারীদের নামের তালিকা তৈরি করা হয়েছে। গত মাসেই সেই বিষয়ে রাজ্য সরকারকে লিখিত জানিয়েছে বিশ্বভারতী। তাঁদের মধ্যে অমর্ত্য় সেনের নামও রয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

visva bharati amartya sen
Advertisment