পঞ্চায়েত ভোটের মুখে এবার রাজ্য সফরে মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ। বঙ্গ বিজেপি সূত্রের খবর, আগামী ১৪ এপ্রিল বঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরে এসে আগামী শুক্রবার বীরভূমের সিউড়িতে প্রকাশ্য সভা করার কথা রয়েছে অমিত শাহের। তার ঠিক পরের দিনেই অর্থাৎ বাংলার নতুন বছর শুরুর দিনে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার কথাও রয়েছে শাহের।
কেষ্টহীন বীরভূমে এবার পা রাখতে চলেছেন অমিত শাহ। এর আগে বেশ কয়েকবার শাহের বঙ্গ সফর ঘিরে জল্পনার পারদ চড়লেও নানা কারণে তা আর বাস্তবায়িত হয়নি। বঙ্গ বিজেপি সূত্রের খবর, শাহ এবার নিজে থেকেই বঙ্গ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতো সাজানো হয় শাহী-সূচি। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে আগামী ১৪ এপ্রিলই রাজ্যে আসতে পারেন অমিত শাহ।
আরও পড়ুন- এতদিনে ধনকড়ের পথে বোস? মমতার ঢঙেই সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল
রাজ্য সফরে এসে এবার শাহের পাখির চোখ অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম। সিউড়িতে প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন মোদীর প্রধান সেনাপতি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে অনুব্রতহীন বীরভূম তৃণমূলের তৃণমূলস্তরের সংগঠনের কোমর ভেঙে নিজেগের পালে তুফানি হাওয়া তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বঙ্গের পদ্ম ব্রিগেড। বঙ্গ বিজেপির সেই প্রচেষ্টাকেই এবার আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবেন অমিত শাহ নিজে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।