Advertisment

শাহী বাণে চটে লাল মমতা! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

সিউড়ির সভায় অমিত শাহের মন্তব্যের প্রবল সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit shah should resign says mamata banerjee

ফের মমতার নিশানায় অমিত শাহ।

বঙ্গে শাহী সভায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিউড়ির সভায় শাহ হুঁশিয়ারিতে ক্ষুব্ধ মমতার প্রশ্ন, '৩৫ আসন পেলে বাংলায় সরকার পড়ে যাবে, এটা কী করে বলেন অমিত শাহ?' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদীর প্রধান সেনাপতিকে তুলোধনা করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।

Advertisment

উনিশের লোকসভা নির্বাচনের আগে এরাজ্যে প্রচারে এসে দলের নেতা-কর্মীদের আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। উনিশের লোকসভা ভোটে এরাজ্য থেকে ১৯ আসনে জয় পায় গেরুয়া দল। এবার সেই একই ধাঁচে রাজ্যে এসে চব্বিশের লোকসভা নির্বাচনের বার্তা দিয়ে গেলেন মেদাীর প্রধান সেনাপতি। চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ৩৫ আসনে জয় পাবে বলে সিউডির সভা থেকে চ্যালেঞ্জ করে গিয়েছেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যেই অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ''৩৫টা আসন পেলে বাংলায় সরকার পড়ে যাবে, এটা কী করে বলেন অমিত শাহ? কোন আইনে একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? সংবিধান মেনে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। মিটিং তিনি করতেই পারেন। তিনি কখনও সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এটা বলতে পারেন না যে ৩৫টা আসান পেলে বাংলায় সরকার পড়ে যাবে।''

আরও পড়ুন- এখানেতেই প্রাণের সুখ, মনের আরাম! পাহাড় কোলের অপূর্ব এগাঁয়ে হদয় বাঁধা পড়বেই!

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ''এই কথার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন। কোন আইনে তিনি নির্বাচিত সরকার ভাঙতে পারেন? সংবিধানও কি বদল হচ্ছে তাহলে? আমরা মনে করি একথা বলার পর ওঁর আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকার অধিকার নেই। আমরা সংবিধান মেনেই ওঁর পদত্যাগ দাবি করছি।''

বাংলায় নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারেও অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''বাংলায় কিছু ঘটলে যেখানে সরকারের সরাসরি কিছু করার নেই, সেই ঘটনাতেও কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। কীভাবে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল হল? দেশ রক্ষার পরিবর্তে চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কথায় কথায় বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। সরকার ভাঙার চক্রান্ত করছেন।''

West Bengal amit shah bjp tmc Mamata Banerjee
Advertisment